Bangladesh Council of Scientific and Industrial Research -Post doctoral and Doctoral Fellowship- Job Circular 2021

 

Job Title Post doctoral and Doctoral Fellowship
Employer Name Bangladesh Council of Scientific and Industrial Research
Employers Description Bangladesh Council of Scientific and Industrial Research  is a scientific research organization and regulatory body of Bangladesh. Its main objective is to pursue scientific research for the betterment of the Bangladeshi people.
Job Circular Date  03 January 2021
Type of Job Full Time
Ministry or Department
Job Circular Last Date 31  January 2021




বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ

 BANGLADESH COUNCIL OF SCIENTIFIC AND INDUSTRIAL RESEARCH 

ড. কুদরত-এ-খুদা সড়ক, ধানমন্ডি, ঢাকা-১২০৫, বাংলাদেশ। 

বিসিএসআইআর রিসার্চ ফেলাে নিয়ােগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের নিম্নবর্ণিত ফেলােশিপের জনা বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ছকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। 

পদের নাম ও সংখ্যাঃ

 

নিয়োগের নিয়মাবলিঃ প্রাথমিকভাবে এক বৎসরের জন্য সকল ফেলােশিপ প্রদান করা হবে। গবেষণার সন্তোষজনক অগ্রগতি সম্পর্কে পরিষদ কর্তৃক গঠিত এতদসংক্রান্ত মূল্যায়ন কমিটির সুপারিশ এবং বাের্ড অনুমোদনের শর্তে বৎসর ভিত্তিক নবায়নের মাধ্যমে ফেলোশিপের মেয়াদ বর্ণিত হতে পারে। সাধারণভাবে ফেলােশিপের মােট মেয়াদ কখনও ৪ বৎসরের অধিক হবে না। ফেলােদের নির্ধারিত হাৱে ভাতা/আনুতােষিক প্রদান করা হবে। বিসিএসআইআর পোস্ট ডক্টরাল ফেলোশিপে বিদেশী প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে প্রার্থীকে বিসিএসআইআর-এর একজন গবেষণা তত্ত্বাবধায়কের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রের নির্ধারিত ফরম বিসিএসআইআর সচিবালয় হতে অথবা বিসিএসআইআর-এর ওয়েবসাইট (www.bcsir.gov.bd) থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে।

ফেলােদের গবেষণাকর্ম বিসিএসআইআর-এর বিভিন্ন গবেষণাগারে সম্পাদন করতে হবে এবং গবেষণা প্রস্তাব বিসিএসআইআর-এর জলক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সংগতিপূর্ণ ও বিসিএসআইআর-এর নির্ধারিত ছকে গবেষণা প্রত্যাব, গবেষণা তত্ত্বাবধায়কের স্বাক্ষরসহ জমা দিতে হবে। আবেদনপত্রের সাথে সদ্য তােলা ২ (দুই) কপি পাসপাের্ট সাইজের ছবি (সত্যায়িত), শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি ও বিভিন্ন পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অথবা জন্ম নিবন্ধন কার্ডের সত্যায়িত অনুলিপি এবং সচিন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, ঢাকা এর অনুকুলে ৩০০/- (তিনশত) টাকার অফেরতযোগ্য পে-অর্ডার/ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে। আবেদনপত্র ব্যক্তিগতভাবে অথবা ডাকযোগে সচিব, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পখি, s, কুদরাত-এ-খুদা সড়ক, ধানমন্ডি, ঢাকা-১২০৫ এই ঠিকানায় আগামী ৩১,০১,২০২১ তারিখের মধ্যে পৌছাতে হবে। আবেদনকারী কোন প্রতিষ্ঠানে কর্মরত থাকলে তাকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এবং ফেলাে নির্বাচিত হলে “বিসিএসআইআর-এর গবেষণা প্রতিষ্ঠানে সার্বক্ষণিক ও পূর্ণ মেয়াদে কাজের জন্য কর্মস্থল থেকে অবমুক্ত করতে আপত্তি নেই এই মর্মে প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। বিসিএসআইআর-এর কোন ফেলােশিপ চাকরির হিসেবে গণ্য হবে না এবং ফেলােশিপের অধীনে কর্মরত থাকলে কোন ফেলােকে কোন প্রকার দুটি প্রদান করা যাবে না। একই গবেষণা কালের জন্য অনা কোন ফেলােশিপ গ্রহণকারীদের আবেদন করার প্রয়ােজন নেই। প্রয়োজনীয় তথ্যের জন্য নিয়ম্বাক্ষরকারীর দপ্তরে যােগাযােগ করা যাবে।