Bangladesh Land Port Authority -Accountant- Job Circular 2021

 

Job Title Accountant
Employer Name Bangladesh Land Port Authority
Employers Description Bangladesh Land Port Authority or BSBK is an autonomous body that manages all border ports of Bangladesh.
Job Circular Date 15 January 2021
Type of Job Full Time
Ministry or Department
Job Circular Last Date  07 February 2021






বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ 

Bangladesh Land Port Authority 

টিসিবি ভবন (৬ষ্ঠ তলা), কাওরান বাজার, ঢাকা-১২১৫, 

নিয়ােগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ কর্তৃক World Bank ও বাংলাদেশ সরকারের আর্থিক সহযােগিতায় বাস্তবায়নাধীন “Bangladesh Regional Connectivity Project-1: Development of Sheola, Bhomra, Ramgarh Land Ports and Upgration of Security System of Benapole Land Port” (IDA Credit No 6002 BD) শীর্ষক প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নোক্ত শূন্য পদে সরাসরি নিয়ােগের নিমিত্ত প্রয়ােজনীয় যােগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে: 

পদের নাম ও সংখ্যাঃ

শর্তাবলী: 

১। কেবল নির্ধারিত যােগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীগণ নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে পারবেন। উক্ত ফরম বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের নিজস্ব ওয়েবসাইট (www.bsbk.gov.bd) হতে ডাউনলােড করা যাবে।। 

২। প্রকল্প পরিচালক, BRCP.1 প্রকল্প, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, ঢাকা এর অনুকূলে যে কোন তফসিলী ব্যাংক হতে ৫০০/- (পাঁচশত) টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/ডিডি/পে-অর্ডার (অফেরতযােগ্য) আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। 

৩। সকল ক্ষেত্রে আবেদনের খামের ডান পাশে উপরে প্রার্থীত পদ, নিজ জেলা স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে। সেই সাথে ১০.০০ টাকা মূল্যের ডাকটিকেট সম্বলিত ১১ সে.মি. x ২৫ সে.মি আকারের একটি খামে আবেদনকারীর পূর্ণ ঠিকানা লিপিবদ্ধ করে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। 

৪। প্রার্থীর বয়স ১৭ ফেব্রুয়ারি, ২০২১ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযােদ্ধা পােষ্যদের এবং প্রতিবন্ধি ব্যক্তিদের ক্ষেত্রে ০৭ ফেব্রুয়ারি, ২০২১ তারিখে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট

গ্রহণযােগ্য নয়।

 ৫। আবেদন পত্রে প্রার্থী কর্তৃক প্রার্থীত পদের নাম, নিজের নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, বয়স, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখ করতে হবে। 

৬। আবেদনের সাথে প্রার্থীর সদ্য তােলা ০৩ (তিন) কপি পাসপাের্ট সাইজ রঙ্গিন ছবি, শিক্ষাগত যােগ্যতার সনদের কপি, অভিজ্ঞতার সনদের কপি, নাগরিকত্ব সনদের কপি, চারিত্রিক সনদ ও অনান্য সনদের কপি (যদি থাকে) প্রথম শ্রেণীর গ্রেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে দাখিল করতে হবে।

 ৭। আবেদন ডাকযােগে/সরাসরিভাবে অবশ্যই আগামী ০৭ ফেব্রুয়ারি, ২০২১ তারিখ অফিস চলাকালীন সময়ে প্রকল্প পরিচালক, বাংলাদেশ রিজিওনাল কান্টেকটিভিটি প্রকল্প-১, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, টিসিবি ভবন (১৩ তলা), কাওরান বাজার, ঢাকা-১২১৫ বরাবর পৌছাতে হবে। উল্লিখিত তারিখের পর ডাকযােগে কিংবা অন্য কোন উপায়ে প্রেরিত আবেদনপত্র গ্রহণযােগ্য হবে না। |

 ৮| মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র ও কন্যা/পুত্র-কন্যার পুত্র-কন্যা হিসেবে চাকুরী প্রার্থীকে তার পিতা/মাতা /পিতার পিতা/মাতার পিতা/মাতার মাতা (প্রযােজ্য ক্ষেত্রে) এর মুক্তিযােদ্ধা সনদ (যথাযথ উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত) এর ১ (এক) সেট সত্যায়িত কপিসহ মূল কপি এবং অন্যান্য কোটার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত সনদের ১ (এক) সেট সত্যায়িত কপিসহ মূল কপি মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে।

৯। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও ব্যবহারিক (প্রযােজ্য ক্ষেত্রে) পরীক্ষায় আহ্বান করা হবে। মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যােগ্যতার সকল সনদের মূল কপি উপস্থাপন করতে হবে।

 ১০। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ কেবলমাত্র “Bangladesh Regional Connectivity Project:1: Development of Sheola, Bhomra, Ramgarh land Ports and Up-gration of Security System of Benapole Land Port” (IDA Credit No 6002.BD) শীর্ষক প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়ােগপ্রাপ্ত হবেন। অত্র নিয়ােগ রাজস্ব খাতে স্থানান্তর হবার কোন সুযােগ নেই। 

১১। কর্তৃপক্ষ কোন কারণ প্রদর্শন ব্যতিরেকে যেকোন দরখাস্ত গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে এবং নিয়ােগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়ােগ প্রদান করতে কিংবা লিখিত/মৌখিক পরীক্ষার কার্ড ইস্যু করতে বাধ্য থাকবে না। দরখাস্তের সাথে দাখিলকৃত কোন কাগজপত্র ফেরত দেয়া হবে না। অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদন কোন কারণ দর্শানাে ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদসংখ্যা হ্রাসবৃদ্ধি করার ক্ষমতা

কর্তৃপক্ষ সংরক্ষণ করে

 ১২। নিয়ােগ প্রক্রিয়ার বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। 

১৩ প্রার্থীকে লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না।