Bangladesh Rural Electrification Board -Field Research Officer and Auditor- Job Circular 2021

 

Job Title Field Research Officer  and Auditor
Employer Name Bangladesh Rural Electrification Board
Employers Description Bangladesh Rural Electrification Board or BREB, is government organization in Dhaka, Bangladesh and is responsible for rural electrification. It is the largest.
Job Circular Date 01 January 2021
Type of Job Full Time
Ministry or Department
Job Circular Last Date  26 January 2021






বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বাের্ড (বাপবিবাে)

সদর দপ্তর ভবন, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।

নিয়োগ বিজ্ঞপ্তি 

এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শুন্য পদসমূহ পূরণের জন্য প্যানেল তৈরীর জন্য যােগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে Online-এ দরখাস্ত আহবান করা যাচ্ছে। 

পদের নাম ও সংখ্যাঃ

শর্তাবলীঃ 

০১। Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ০৫-০১-২০২১ খ্রি, সকাল ১০:০০ ঘটিকা হতে।

 ০২। ২৬-০১-২০২১ খ্রি. তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির ৪ নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। ০৩। ১৮ বৎসরের কম বয়সীদের আবেদন করার প্রয়ােজন নেই। মুক্তিযােদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা এবং প্রতিবন্ধী কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। ০৪। প্রার্থী মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা অথবা মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে অথবা অন্য কোন কোটায় আবেদন করতে হলে | Online এ আবেদন ফরমের নির্ধারিত ঘর পূরণ করতে হবে। 

০৫। নিয়ােগের ক্ষেত্রে সরকারী নির্দেশাবলী, কোটা (প্রযােজ্য ক্ষেত্রে) ও অন্যান্য নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে। 

০৬। নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদন ফরম পূরণ করা যাবে না।

 ০৭। সরকারী/আধা-সরকারী/স্বায়ত্ত্বশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং এ সংক্রান্ত নির্ধারিত ঘর পূরণ করতে | হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। 

০৮। সিভিল আপীল নং- ৪৬০/২০১৭ ও সিভিল রিভিউ পিটিশন নং- ১৮১২০১৮ এর রায় অনুযায়ী বাপবিবাে’র সমাপ্ত প্রকল্পের যে সকল কর্মকর্তা/ কর্মচারী প্রকল্পের শেষ | দিন পর্যন্ত সন্তোষজনকভাবে কর্মে নিয়ােজিত ছিলেন তারা সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকের ইস্যুকৃত প্রত্যয়নপত্র সংগ্রহ সাপেক্ষে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে তাঁদের বয়সের সীমাবদ্ধতা রাখা হবে না।

 ০৯। আবেদনে উল্লিখিত তথ্য প্রমাণের জন্য মূল সার্টিফিকেট ও রেকর্ডপত্র মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। 

১০। নির্বাচনী পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।

 ১১। বাপবিবাে কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং নিয়ােগ বিজ্ঞপ্তি বাতিল বা নিয়ােগ সংক্রান্ত যে কোন সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার সংরক্ষণ করেন।

 ১২। প্রার্থীদের লিখিত ও মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক এবং প্রযােজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার জন্য যােগ্য বিবেচিত হবেন। 

১৩া স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

 ১৪। প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যাবলী অসম্পূর্ণ বা অসত্য বা অসঙ্গতিপূর্ণ থাকলে এবং পরবর্তী যে কোন সময় বিষয়টি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বাের্ড কর্তৃপক্ষের গােচরীভূত | হলে তাকে চাকুরী হতে বিনা নােটিশে বরখাস্ত করণসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

১৫। চাহিত শিক্ষাগত যােগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষায় অ্যাপিয়ার্ড প্রার্থীগণের আবেদন বিবেচনা করা হবে না। 

১৬। চাকুরীর জন্য যে কোন ব্যক্তিগত যােগাযোগ বা তদবির বা সুপারিশ চাকুরী লাভের ক্ষেত্রে প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। 

১৭। নিয়ােগ বিজ্ঞপ্তির ক্রমিক, ০১ থেকে ০৩ এ বর্ণিত পদে চুড়ান্তভাবে বাছাইকৃত প্রার্থীদের যােগদানের সময় ৩০০/- (তিনশত) টাকা প্রযোজ্য মূল্যের নন-জুডিসিয়াল স্ট্যাম্পে ০৫(পাঁচ) বছরের জন্য ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকার সার্ভিস বন্ড প্রদান করতে হবে। চাকুরীর মেয়াদ ০৫(পাঁচ) বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কেউ চাকুরী হতে অব্যাহতি গ্রহণ করলে সার্ভিস বন্ড অনুযায়ী তিনি ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা বাপবিবাে-এ প্রদানে বাধ্য থাকবেন।

 ১৮। নিয়ােগ বিজ্ঞপ্তির ক্রমিক ০১ থেকে ০৩ এ বর্ণিত পদে নিয়ােগপ্রাপ্ত কোন কর্মকর্তা কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত চাকুরী ছেড়ে চলে গেলে বিধি অনুযায়ী তাকে চাকুরীচ্যুত করা হবে এবং বিষয়টি বাপবিবাে-এর ওয়েবসাইটে ছবিসহ প্রকাশ করা হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তার নিজ জেলার পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা/ | ডিআইজি, শহর বিশেষ শাখাকে অবহিত করা হবে। ক্রমিক নং- ০৪ থেকে ১১ পর্যন্ত পদের জন্য বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

১৯। কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদন গ্রহণ বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। ২০। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী :

ক) পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://brebr.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ : | i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ০৫-০১-২০২১ খ্রি., সকাল ১০:০০ ঘটিকা। ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ২৬-০১-২০২১ খ্রি., বিকাল ৫:০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। ২) Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্ত ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। গ) Online আবেদনপত্রে পুরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়ােজনে নিজ দায়িত্বে সংরক্ষণ করবেন। ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান : Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং

স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থীর একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk prepaid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং- ০১ থেকে ০৩ এ উল্লিখিত পদের জন্য ২২৩/- (দুইশত তেইশ) টাকা এবং ক্রমিক নং- ০৪ থেকে ১১ এ বর্ণিত পদের জন্য ১১২/- (একশত বার) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।।

প্রথম SMS : BREBR <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: BREBR ABCDEF Reply: Applicant’s Name, Tk………… Will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type BREBR <space> Yes <space> PIN and send to 16222. দ্বিতীয় SMS; BRE BR <space> Yes <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: BREBR YES 12345678 Reply : Congratulations Applicant’s Name, payment completed successfully for BREBR Application

for post XXXXXXXXX User ID is (ABCDEF) and Password (XXXXXXXX). চ) পরীক্ষার সময়সূচী ও প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি প্রার্থীর মােবাইল ফোনে SMS এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বাের্ড-এর ওয়েবসাইট www.reb.gov.bd এ নােটিশের মাধ্যমে জানানাে হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত

নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাহনীয়। ছা SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পুর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। জ) শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন। i) User ID TACT: BREBR <space> Help <space> User <space> User ID & send to 16222

Example: BREBR Help User ABCDEF & send to 16222 ii) PIN Number জানা থাকলে ; BREBR <space> Help <space> PIN <space> PIN No & send to 16222.

Example: BREBR Help PIN 12345678 & send to 16222 ঝ) Online-এ আবেদন করতে কোন সমস্যা হলে ১২১ নম্বরে অথবা vas.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। মনদেশ কী লিসৰ ক্রে।











Apply Online