Job Title | Studio Co-ordinator |
Employer Name | Bangladesh Scouts |
Employers Description | The Bangladesh Scouts is the national Scouting organization of Bangladesh. Scouting was founded in 1914 in East Bengal now Bangladesh as part of the British Indian branch of The Scout Association, and |
Job Circular Date | 07 January 2021 |
Type of Job | Full Time |
Ministry or Department | Ministry of Education |
Job Circular Last Date | 20 January 2021 |
বাংলাদেশ স্কাউটস,
জাতীয় সদর দফতর
বাংলাদেশে স্কাউটিং সম্প্রসারণ ও স্কাউট শতাব্দি ভবন নির্মাণ প্রকল্প।
৬০, আঞ্জুমান মুফিদুল ইসলাম রােড, কাকরাইল, ঢাকা-১০০০।
নিয়ােগ বিজ্ঞপ্তি
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় বাংলাদেশ স্কাউটস কর্তৃক বাস্তবায়নাধীন “বাংলাদেশে স্কাউটিং সম্প্রসারণ ও স্কাউট শতাব্দি ভবন নির্মাণ প্রকল্পে সরকারি বিধি অনুযায়ী শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এক বছরের জন্য মাসিক সাকূল্য বেতনে নিয়ােগের লক্ষে যােগ্য ও আগ্রহী প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে নিম্নোক্ত শর্তাদি পূরণ সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
পদের নাম ও সংখ্যাঃ
-
অ্যানিমেশন স্টুডিও কো-অর্ডিনেটর (০১ টি)
শর্তাবলীঃ
১। আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, শিক্ষাগত যােগ্যতা (শিক্ষা প্রতিষ্ঠান, বাের্ড/বিশ্ববিদ্যালয়, পরীক্ষার নাম, বিভাগ/শ্রেণী/জিপিএ) এবং অভিজ্ঞতা উল্লেখ করতে হবে।
২। সদ্য তােলা ০২ (দুই) কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবি, শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা প্রমাণে সংশ্লিষ্ট সকল সনদের এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি সংযুক্তকরতঃ আগামী ২০ জানুয়ারি ২০২১ তারিখের মধ্যে প্রকল্প পরিচালক, বাংলাদেশে স্কাউটিং সম্প্রসারণ ও স্কাউট শতাব্দি ভবন নির্মাণ প্রকল্প, বাংলাদেশ স্কাউটস বরাবর প্রেরণ করতে হবে।
৩। আবেদনপত্রের সাথে আবেদনকারীকে অফেরতযােগ্য ৫০০/- টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট “বাংলাদেশে স্কাউটিং সম্প্রসারণ ও স্কাউট শতাব্দি ভবন নির্মাণ প্রকল্প”- এর অনুকূলে প্রদান করতে হবে এবং খামের উপরে পদ ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। কোন কারণ দর্শানাে ব্যতিরেকে কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তি যে কোন পর্যায়ে আংশিক/ সম্পূর্ণ পরিবর্তন/ বাতিল এর ক্ষমতা সংরক্ষণ করে।