Debidwar Municipality -Assistant Tax Collector- Job Circular 2020

 

Job Title Assistant Tax Collector
Employer Name
Employers Description
Job Circular Date 27 August 2020
Type of Job Full time
Ministry or Department Local Government Division
Job Circular Last Date 24 September 2020

দেবিদ্বার পৌরসভা কার্যালয়

  দেবিদ্বার, কুমিল্লা  

 

নিয়ােগ বিজ্ঞপ্তি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পৌর-২ শাখার স্মারক নং-৪৬.০০.০০০০.০৬৪.১১.১২৮.২০১১/১১২৬, তারিখ২৪/১০/২০১৯খ্রিঃ এর অনুমােদিত ছাড়পত্র মােতাবেক দেবিদ্বার পৌরসভায় নিম্নে উল্লেখিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে লোক নিয়ােগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। 

পদের নাম ও সংখ্যাঃ


 

শর্তাবলী : 

১। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দা হতে হবে। 

২। প্রার্থীকে নিম্নস্বাক্ষরকারীর বরাবরে স্ব-হস্তে লিখিত দরখাস্ত আগামী ২৪/০৯/২০২০ খ্রিঃ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সরাসরি/ডাকযােগে দেবিদ্বার পৌরসভা কার্যালয় পৌছাতে হবে।

৩। আবেদনপত্রে প্রার্থী পূর্ণ জীবন বৃত্তান্তঃ (ক) নাম, (খ) পিতা/স্বামীর নাম, (গ) মাতার নাম, (ঘ) স্থায়ী ঠিকানা, (ঙ) বর্তমান ঠিকানা, (চ) জন্মতারিখ,

(ছ) বয়স ০১/০৯/২০২০ খ্রিঃ তারিখ পর্যন্ত । (জ) জাতীয়তা, (ঝ) ধর্ম, (ঞ) শিক্ষাগত যােগ্যতা, (ট) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন নং, (ঠ) অভিজ্ঞতা (যদি থাকে) ইত্যাদি উল্লেখ করতে হবে। 

৪। দরখাস্তের সাথে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে।

(ক) সকল শিক্ষাগত যােগ্যতার সত্যায়িত অনুলিপি, (খ) সাম্প্রতিক তােলা রঙ্গিন ছবি ০৩ (তিন) কপি, (গ) ইউনিয়ন পরিষদ/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, (ঘ) জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ সত্যায়িত ফটোকপি, (ঙ) অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি, (চ) সকল সনদপত্র ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক নাম সীলসহ সত্যায়িত হতে হবে, (ছ) ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, (জ) দরখাস্তের সাথে প্রশাসক, দেবিদ্বার পৌরসভা এর অনুকূলে যে কোন তফসিলভুক্ত ব্যাংক হইতে ৫০০/- (পাঁচশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযােগ্য) জমা দিতে হবে। |

 ৫। বয়স এফিডেভিট গ্রহণযােগ্য নয়। আবেদনকারী মুক্তিযােদ্ধা/মুক্তিযােদ্ধার সন্তান/নাতী/নাতনীদের ও প্রতিবন্ধীদের ৩২ বৎসরের মধ্যে হতে হবে।

৬। চাকুরীরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। 

৭। নির্ধারিত তারিখের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। 

৮। পৌরসভা চাকুরী বিধিমালা ১৯৯২ মােতাবেক কার্য সম্পন্ন করা হবে। 

৯। খামের উপর স্পষ্ট অক্ষরে পদের নাম উল্লেখ করতে হবে। 

১০। লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য টিএ/ডিএ প্রদান করা হবে না। 

১১। একই দিনে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বিধায় একাধিক পদে আবেদন করলেও শুধুমাত্র একটি পদে পরীক্ষায় অংশ গ্রহণের সুযােগ পাবেন। 

১২। নিয়ােগের ক্ষেত্রে সরকারি বিধি-বিধানে মােতাবেক কোটা সংরক্ষণ করা হবে, বিশেষ কোটার প্রার্থী হলে আবেদনপত্রে কোটার নাম উল্লেখ করতে হবে এবং স্ব-পক্ষে সনদপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। 

১৩। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানাে ব্যতীত যে কোন বা সকল আবেদনপত্র গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ