Department of Livestock Services -Accountant-Job Circular 2021

 

Job Title Accountant
Employer Name Department of Livestock Services
Employers Description Department of Livestock Services is a Bangladesh government department under the Ministry of Fisheries and Livestock responsible for Livestock industry in Bangladesh. Dr. Abdul Jabbar Sikder is the Director General of the Department of Livestock.
Job Circular Date 05 January 2021
Type of Job Full Time
Ministry or Department
Job Circular Last Date 24 January 2021



গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রকল্প পরিচালকের কার্যালয় 

 প্রাণিসম্পদ অধিদপ্তরের সক্ষমতা জোরদারকরণ প্রকল্প

প্রাণিসম্পদ অধিদপ্তর 

কৃষি খামার সড়ক, ফার্মগেইট, ঢাকা-১২১৫ 

নিয়ােগ বিজ্ঞপ্তি

প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের সক্ষমতা জোরদারকরণ প্রকল্পে অনুমােদিত ডিপিপির সংস্থান অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে শুধুমাত্র প্রকল্প চলাকালীন সময়ের জন্য নিম্নবর্ণিত পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাইতেছেঃ

পদের নাম ও সংখ্যাঃ

  ১, আবেদনকারীর বয়স (সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ০১/০১/২০২১ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে), মুক্তিযােদ্ধা সন্তান/পােষ্য প্রার্থী এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বৎসর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযােগ্য নয়। 

২. জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১লা জানুয়ারী ২০১৫ খ্রি: প্রবর্তিত পরিপত্র অনুযায়ী সরকারী দপ্তরে নিয়ােগের জন্য চাকুরির নির্ধারিত

আবেদন ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্র আগামী ২৪/০১/২০২১ খ্রি. তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে প্রকল্প পরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তরের সক্ষমতা জোরদারকরণ প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর, কৃষি খামার সড়ক, ফার্মগেইট, ঢাকা-১২১৫ বরাবরে ডাকযােগে/কুরিয়ার সার্ভিসে পেীছাতে হবে। হাতে হাতে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। 

আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত সনদপত্র দাখিল করতে হবে ? ক) শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। খ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। গ) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের অনুলিপি। ঘ) সম্প্রতি তােলা ৩ (তিন) কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবি। ঙ) জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি। চ) অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি (প্রযােজ্য ক্ষেত্রে)।

ছ) মুক্তিযােদ্ধা সন্তান/পােষ্য প্রার্থী এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সনদপত্রের সত্যায়িত কপি। 

৫. সকল প্রকার সনদপত্র সত্যায়নে সত্যায়নকারী প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার নাম ও পদবীযুক্ত সীল থাকতে হবে। | 

৬. আবেদনপত্রের খামের উপর স্পষ্টভাবে পদের নাম উল্লেখ করতে হবে। | 

৭. চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনপত্র দাখিল করতে হবে। | 

৮, ক্রটিপূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। | 

৯, নিয়ােগ সংক্রান্ত যাবতীয় তথ্যাদি প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dls.gov.bd) পাওয়া যাবে।

 ১০, শুধুমাত্র বৈধ প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। | 

১১, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। 

১২. আবেদনপত্রের সাথে ০৬ (ছয়) টাকার ডাক টিকেট ও নিজ পত্র যােগাযােগের ঠিকানা সম্বলিত একটি ফেরত খাম (10X4 সাইজে) সংযুক্ত করতে হবে। 

১৩. কোন কারণ দর্শানাে ব্যতিরেকে কর্তৃপক্ষ এই নিয়ােগ বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন/পরিবর্ধন/সংযােজন/বিয়ােজন ও বাতিল করার | ক্ষমতা সংরক্ষণ করেন। 

১৪. মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের সকল সনদের মূলকপি সঙ্গে আনতে হবে।

 ১৫. কোন তথ্য গােপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকুরীতে নিয়ােগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়ােগ আদেশ বাতিল ও তার | বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। | 

১৬. নিয়ােগের জন্য কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযােগ্যতা হিসাবে বিবেচিত হবে। | 

১৭. নিয়ােগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।