ISPR Computer Operator Job Circular 2020

Job Title  Computer operator 
Employer Name Inter Services Public Relations Directorate
Employers Description  The Inter-Services Public Relations (Reporting name: ISPR) is a media and news agency of the Bangladesh Armed Forces. It disseminates military news and information to the country’s media and general public
Job Circular Date 27 August 2020
Type of Job Government Job
Ministry or Department Ministry of defence
Job Circular Last Date 27 September 2020

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

আন্তঃবাহিনী জনসংযােগ পরিদপ্তর (আইএসপিআর)

প্রতিরক্ষা মন্ত্রণালয়।

পুরাতন সদর দপ্তর লগ এরিয়া ঢাকা

সেনানিবাস, ঢাকা-১২০৬

নিয়ােগ বিজ্ঞপ্তি

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং ২৩.০০.০০০০.০৫০-১১.০০১.২০-৫১; তারিখ : ০১ মার্চ ২০২০ এর মাধ্যমে শূন্য পদে লােক নিয়ােগের ছাড়পত্র প্রদানের প্রেক্ষিতে আন্তঃবাহিনী জনসংযােগ পরিদপ্তর (আইএসপিআর)-এর নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে নিয়ােগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে Online -এ নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে

পদের নাম ও সংখ্যাঃ
সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর

আবেদনের শর্তাবলি ! সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর (পিএ) পদে প্রার্থীর বয়সসীমা ০১-০৮-২০২০ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ (চল্লিশ) বছর পর্যন্ত শিথিলযােগ্য। বিভাগীয় প্রার্থী অর্থ এরূপ কর্মচারী যিনি সংশ্লিষ্ট অধিদপ্তর বা পরিদপ্তর বা দপ্তর এর রাজস্ব খাতে সৃষ্ট পদে অন্যূন ২ (দুই) বৎসর হায়ী বা অস্থায়ীভাবে চাকুরিরত। ০২। অফিস সহায়ক পদে প্রার্থীর বয়সসীমা ০১-০৮-২০২০ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযােদ্ধা/মুক্তিযােদ্ধার সন্তানের (পুত্র/কন্যা) ক্ষেত্রে এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে । ০৪। মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যাসের ক্ষেত্রে বয়স ১৮ হতে ৩০ বছর। ০৫। বয়সের ক্ষেত্রে কোনাে এফিডেভিট গ্রহণযােগ্য নয়। পূরনকৃত Application Form সহ সকল সনদের মূলকপি ৯ম গ্রেড (প্রথম শ্রেণী) বা তদুর্ধ পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্তৃক সত্যায়িত একসেট ফটোকপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। এছাড়া, মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদপত্রের মূলকপি দাখিল করতে হবে ? স্থায়ী ঠিকানার স্বপক্ষে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপােরেশনের ওয়ার্ড কমিশনার কর্তৃক নিজ জেলা উল্লেখপূর্বক নামীয় সীল মােহরসহ প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র; শিক্ষাগত যােগ্যতার সকল মূল/সাময়িক সনদ (প্রশংসাপত্র/মার্কসীট গ্রহণযােগ্য নয়); ৯ম গ্রেড (প্রথম শ্রেণী) বা তদুর্ধর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র; জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন সনদপত্র; মুক্তিযােদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত প্রজ্ঞাপন অনুযায়ী মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হিসেবে চাকুরীর আবেদনপত্রের সঙ্গে তাদের পিতার পিতা/পিতার মাতা/মাতার পিতা/মাতার মাতা (প্রযােজ্য ক্ষেত্রে) এর মুক্তিযােদ্ধা সার্টিফিকেট, যা যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিদ্বাক্ষরিত হতে হবে; প্রার্থী মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনকারী যে মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা-এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনে ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদঃ এতিম ও শারীরিক প্রতিবন্দী প্রার্থীর ক্ষেত্রে জেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র/পরিচয়পত্রঃ ক্ষুদ্র নৃ-গােষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নৃ-গােষ্ঠী পরিচয় বিষয়ক সনদপত্রঃ (ঝ) সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর (পিএ) পদে আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকার কর্তৃক অনুমােদিত প্রতিষ্ঠান হতে সাঁটলিপি লিখনে গতি সম্পর্কিত সনদপত্র; ০৭। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্বশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি পত্র মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। ০৮। সরকারের সর্বশেষ জারীকৃত পরিপত্র/নীতিমালা অনুযায়ী কোটা সম্পর্কিত সকল বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে। কোনাে তথ্য গােপন করে বা ল তথ্য প্রদান করে চাকরিতে নিয়ােগপ্রাপ্ত হলে এবং তা প্রমাণিত হলে পরবর্তীতে যেকোনাে সময় সংশ্লিষ্ট প্রার্থীর নিয়ােগাদেশ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। লিবিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় (প্রযােজ্য ক্ষেত্রে) অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনাে প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। যে কোনাে ধরণের তদবির বা ব্যক্তিগত যােগাযোেগ প্রার্থীর অযােগ্যতা হিসেবে বিবেচিত হবে। কোনাে কারণ দর্শানাে ব্যতিরেকে যুক্তিসঙ্গত কারণে যে কোনাে প্রার্থীর আবেদনপত্র বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। কর্তৃপক্ষ উল্লিখিত পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি ও বিজ্ঞপ্তি বালি অথবা প্রয়ােজনবােধে যে কোনাে পরিবর্তন বা পরিবর্ধন করার ক্ষমতা সংরক্ষণ করেন। ১৪। এ নিয়ােগ সংক্রান্ত বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুকান্ত বলে গণ্য হবে। ১৫। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি পরীক্ষায় অংশগ্রহণে ইহুক প্রার্থীগণ https//ispr.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপঃ i. Online -এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ৩১-০৮-২০২০ খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকা। ii. Online -এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ২৪-০৯-২০২০ খ্রিঃ বিকাল ০৫.০০ ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online -এ আবেদনপত্র Submit -এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। Online -আবেদনপত্র প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে। Online -আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে, সেহেতু Online -এ আবেদনপত্র Submit করার পূর্বেই পুরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। পুনপূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী Online -এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়ােজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। nline -এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতাে ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নিভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ০১ নং পদের জন্য ১০০/- (একশত) টাকা সরকারী কোষাগারে জমা করার নিমিত্তে সার্ভিস চার্জ ১২/- (বার) টাকাসহ মােট ১১২/- (একশত বার) টাকা এবং ০২ নং পদের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা সরকারী কোষাগারে জমা করার নিমিত্তে সার্ভিস চার্জ ৬/- (ছয়) টাকাসহ মােট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অবশ্যই অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেপাত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না। প্রথম SMS: ISPR<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: ISPR ABCDEF Reply: Applicant’s Name, TK——-Will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type ISPR <space> Yes <space> PIN and Send to 16222. দ্বিতীয়। SMS: ISPR<space> Yes <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: ISPR YES 12345678. Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for ISPR Application for XXXXXXXXXXXXXX User ID is (ABCDEF) and Password (XXXXXXXX). প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://ispr.teletalk.com.bd অথবা ISPR পরিদপ্তরের Website: www.ispr.gov.bd এ এবং প্রার্থীর মােবাইল ফোনে এসএমএস এর মাধ্যম (ধু যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষনিক সচল রাখা, SMS Read করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষনিকভাবে অনুসরণ করা বাহুনীয়। SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও চেনার নাম ইত্যাদি হথা সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (অবশ্যই রঙ্গিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক (প্রযােজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। শুধু টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নেবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন। i. User ID STATE ISPR <space> Help <space> User <space> User ID and Send to 16222. Example: ISPR HELP USER ABCDEF ii. PIN Number জানা থাকলে। ISPR <space> Help <space> PIN <space> PIN No and Send to 16222. Example: ISPR HELP PIN 12345678 Online-এ আবেদন করতে কোন সমস্যা হলে যেকোনাে টেলিটক নম্বর থেকে I21 (Helpline) নম্বরে কল করে অথবা “vas.query@teletalk.com.bd’ ই মেইলে যােগাযােগ করা যাবে। ১৬। এই নিয়োেগ বিজ্ঞপ্তি www.ispr.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

Apply Online