Bangladesh Agricultural Research Council -Programmer and Computer operator- Job Circular 2021

 

Job Title Programmer and Computer operator
Employer Name Bangladesh Agricultural Research Council
Employers Description Bangladesh Agricultural Research Council is the body in charge of the National Agricultural Research System and is located in Farmgate, Dhaka, Bangladesh.
Job Circular Date 01 January 2021
Type of Job Full Time
Ministry or Department
Job Circular Last Date  30 January 2021







 বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল 

নতুন বিমান বন্দর সড়ক, ফার্মগেট, ঢাকা-১২১৫। 

নিয়ােগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের রাজস্ব খাতভুক্ত স্থায়ী নিম্মলিখিত শূন্য পদসমূহ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। 

পদের নাম ও সংখ্যাঃ

১। ৩০/০১/২০২১ খ্রি: তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির ০৩ নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। তবে, মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ০৪ হতে ০৮ নং প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। 

২। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রাথীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। 

৩। নিয়ােগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংশ্লিষ্ট বিধি-বিধানে কোনাে সংশােধন হলে তা অনুসরণ করা হবে। 

৪। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনাে প্রকার টি.এ/ডিএ প্রদান করা হবে না। 

৫। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application Form সহ সকল সনদপত্রের সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া, জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ এবং আবেদনকারী মুক্তিযােদ্ধা/মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র কন্যা হলে আবেদনকারী যে মুক্তিযােদ্ধা/মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্রকন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/উপজেলা পরিষদের চেয়ারম্যান/পৌরসভা/সিটি কর্পোরেশনের মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি এবং এতিম, শারীরিক প্রতিবন্ধী, উপজাতি, মহিলা ইত্যাদি কোটার ক্ষেত্রে কোটার সপক্ষে প্রমাণ হিসেবে প্রয়ােজনীয় সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। 

৬। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল বা নিয়ােগ সংক্রান্ত যে কোন সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার সংরক্ষণ করে। 

৭। প্রার্থীদের লিখিত ও মৌখিক এবং প্রযােজ্য ক্ষেত্রে ব্যাবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক এবং প্রযােজ্য ক্ষেত্রে ব্যাবহারিক পরীক্ষার জন্য যােগ্য বিবেচিত হবেন। | ৮। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

৯। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলিঃ ক. আবেদনে ইচ্ছুক প্রার্থীগণ http://barc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরুপ: I) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ৩০, ডিসেম্বর ২০২০ খ্রি:, সকাল ১০.০০ ঘটিকা। II) Online এ আবেদনপত্র পূরণ ও জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ৩০, জানুয়ারী ২০২১ খ্রি:, বিকাল ৫.০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত আবেদনকারীগণ Online এ আবেদন করার সময় হতে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। খ. Online এ আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০* প্রস্থ ৩০০ Pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০* প্রস্থ ৮০ Pixel) স্ক্যান | করে নির্ধারিত স্থানে আপলােড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ kb এবং স্বাক্ষর ৬০ kb হতে হবে। গ, যেহেতু Online এ আবেদনপত্রে পূরণকৃত সকল তথ্যই পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদনপত্র submit করার আগে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা যাচাই করে নিয়ে আবেদনপত্র submit করতে হবে। প্রার্থী নিজে পূরণকৃত তথ্য বিষয়ে শতভাগ নিশ্চিত হবেন। ঘ. প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্র প্রিন্ট করে এক কপি সংরক্ষণ করবেন। পরীক্ষা সংক্রান্ত যে কোন কাজের সহায়ক হিসেবে তা সংরক্ষণ করবেন। মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। ঙ. পরীক্ষার ফি জমাদানের জন্য SMS প্রেরণের নিয়মাবলীঃ

Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণের পর নির্দেশনা মােতাবেক ছবি ও স্বাক্ষর আপলােড করে আবেদন সম্পন্ন হলে Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা হলে প্রার্থী একটি User Id, ছবি ও স্বাক্ষর সম্বলিত একটি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant Copy প্রার্থী ডাউনলােড ও প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant Copy তে প্রদত্ত User Id ব্যবহার করে অনধিক ৭২ ঘন্টার মধ্যে প্রার্থী নিমােক্ত পদ্ধতিতে যেকোন টেলিটক প্রি-পেইড মােবাইল নম্বর থেকে দুইটি SMS করে ০১ হতে ০৩ নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য ১০০০/-(এক হাজার) টাকা। ০৪ নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য ৫০০/-(পাঁচশত) টাকা, ০৫,০৬ ও ০৭ নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য ৩০০/-(তিনশত) টাকা এবং ০৮ নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য ১০০/-(একশত) টাকা জমা দিবেন। উল্লেখ্য যে, Online এ আবেদনপত্র Submit করার পর টাকা জমা না দিলে আবেদনপত্র কোনভাবেই গৃহিত হবে না। ১ম SMS: BARC <Space>USER ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: BARC ABCDEF. Reply: Applicant’s Name, Tk 1000/500/300/100 will be charged as application fee, Your PIN is XXXXXXXX. To pay fee, Type BARC<space>YES<Space> PIN, send to 16222. ২য় SMS; BARC<Space>YES<Space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: BARC YES 12345678 Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for BARC. Your USER ID is (ABCDEF) and

Password (xxxxxx).








Apply Online