Bangladesh Air Force -Computer operator and Tradesman- Job Circular 2021

 

Job Title Computer operator and Tradesman
Employer Name Bangladesh Air Force
Employers Description The Bangladesh Air Force, is the aerial warfare branch of the Bangladesh Armed Forces, primarily tasked with the air defence of Bangladesh’s sovereign territory, and providing air support to the Bangladesh Army and Bangladesh Navy. 
Job Circular Date 08 January 2021
Type of Job Full Time
Ministry or Department  
Job Circular Last Date 31 January 2021




বিমান বাহিনী সদর দপ্তর

প্রশাসনিক শাখা 

কর্মচারী পরিদপ্তর 

ঢাকা সেনানিবাস 

নিয়ােগ বিজ্ঞপ্তি (বেসামরিক পদ)

 

১। বাংলাদেশ বিমান বাহিনীর সাংগঠনিক কাঠামােভুক্ত নিম্নে বর্ণিত রাজস্ব খাতের বেসামরিক পদে অস্থায়ী ভিত্তিতে নিয়ােগের উদ্দেশ্যে। বাংলাদেশের প্রকৃত যােগ্য নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহবান করা যাচ্ছেঃ

 

পদের নাম ও সংখ্যাঃ

২। প্রার্থীর বয়সসীমা ০৮ জানুয়ারি ২০২১ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযােদ্ধা/শহীদ বীর মুক্তিযােদ্ধার সন্তানদের বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযােগ্য। বীর মুক্তিযােদ্ধা/শহীদ বীর মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যাদের বয়স সর্বোচ্চ ৩০ বছর। শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযােগ্য। বয়সের ক্ষেত্রে কোনাে এফিডেভিট গ্রহণযােগ্য নয়।

 ৩। সরকারি চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনপত্রের সাথে প্রার্থীর পদবী, গ্রেড, বেতন স্কেল ও মূলবেতন, নিয়ােগের তারিখ ইত্যাদি উল্লেখপূর্বক সংশ্লিষ্ট অফিসের প্রত্যয়নপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। বয়স ০৮ জানুয়ারি ২০২১ তারিখের মধ্যে ১৮ হতে ৩০ বছরের মধ্যে থাকতে হবে। তবে বিজ্ঞপ্তির ক্রমিক নং ৩ এ সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ (চল্লিশ) বছর পর্যন্ত শিথিলযােগ্য।

 ৪। প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, নিজ জেলার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী), ধর্ম, জাতীয়তা, শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে) ইত্যাদি উল্লেখসহ নির্ধারিত ফরমে আবেদন করতে হবে (নির্ধারিত ফরমটি www.baf.mil.bd ওয়েবসাইটে পাওয়া যাবে)। 

৫। প্রার্থীদেরকে আবেদন পত্রের সাথে CENTRAL NON PUBLIC FUND.BAF অথবা “কেন্দ্রীয় বেসরকারি তহবিল” বিএএফ এর। অনুকূলে এ নিয়ােগ বিজ্ঞপ্তির অনুচ্ছেদ-১ এর ক্রমিক নং (১) হতে (২৯) পর্যন্ত পদের প্রার্থীদেরকে ১০০/- (একশত) টাকা এবং ক্রমিক নং (৩০) হতে (৪৭) পর্যন্ত পদের প্রার্থীদেরকে ৫০/- (পঞ্চাশ) টাকা মূল্যের অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট/পেঅর্ডার অবশ্যই ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার সোনালী/জনতা/অগ্রণী/রূপালী/ট্রাস্ট ব্যাংকে পরিশোধযােগ্য হতে হবে। 

৬। প্রার্থীদেরকে আবেদন পত্রের সাথে জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি এবং সাম্প্রতিক তােলা পাসপাের্ট সাইজের ০৪ (চার) কপি রঙিন ছবি সংযুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি ব্যতীত কোন আবেদনপত্র বিবেচনা করা হবে না। উল্লেখ্য জাতীয় পরচিয়পত্র বা NID তে উল্লেখিত জন্ম তারিখ এবং শিক্ষাগত যােগ্যতার সনদ পত্রের জন্ম তারিখ একই হতে হবে।

 ৭। কোনাে প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।

 ৮। আবেদনপত্র প্রেরণের খামের উপর আবেদনকৃত পদের নাম ও নিজ জেলার নাম অবশ্যই উল্লেখ করতে হবে। 

৯। চাকরির আবেদন পত্রের সাথে আবেদনকারী কর্তৃক লিখিত বর্তমান ঠিকানা সম্বলিত ১০/- টাকা মূল্যের ডাক টিকেট যুক্ত করে ৯”x৪” মাপের একটি খাম অবশ্যই সংযুক্ত করতে হবে। অন্যথায় আবেদন ফরম বাতিল বলে গণ্য হবে।

১০। নিয়ােগকারী কর্তৃপক্ষ প্রয়োজনবােধে শূণ্য পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি, বাতিল ও প্রত্যাহার করার ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়ােগের ক্ষেত্রে সরকারি বিধি মােতাবেক জেলা কোটা এবং অন্যান্য কোটা যথাযথভাবে অনুসরণ করা হবে।

 ১১। নিয়ােগপ্রাপ্ত প্রার্থীদের বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনীর যে কোনাে ঘাঁটি/ইউনিট/স্কোয়াড্রনে চাকরি করতে হবে। 

১২। অনুচ্ছেদ-৪ এ উল্লিখিত ফরমটি যথাযথভাবে পূরণ করে স্বাক্ষর পূর্বক অনুচ্ছেদ-৬ এ বর্ণিত ০৪ (চার) কপি পাসপাের্ট সাইজের রঙিন ছবি ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপিসহ আবেদনপত্র আগামী ৩১ জানুয়ারি ২০২১ তারিখের মধ্যে পরিচালক, কর্মচারী পরিদপ্তর, বিমান বাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬” ঠিকানায় পৌঁছাতে হবে। উল্লেখিত তারিখের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। 

১৩। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শন এবং ২ (দুই) সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবেঃ

ক। কোন প্রকার ঘষা-মাজা ছাড়া সকল শিক্ষাগত যােগ্যতার সনদপত্র। 

খ। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র।

 গ। প্রার্থীর পিতা/মাতা বীর মুক্তিযােদ্ধা/ শহিদ বীর মুক্তিযােদ্ধা হলে প্রমাণস্বরুপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র। 

ঘ। বীর মুক্তিযােদ্ধা/শহিদ বীর মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হিসেবে চাকরি প্রার্থীকে আবেদনপত্রের সাথে তাদের পিতার পিতা/পিতার মাতা/মাতার পিতা/মাতার মাতা (প্রযােজ্য ক্ষেত্রে) কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযােদ্ধা সনদপত্র।

 ঙ। আবেদনকারী বীর মুক্তিযােদ্ধা/শহিদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযােদ্ধা/শহিদ বীর মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র।

 চ। এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদপত্র।

 ছ। ক্ষুদ্র নৃ-গােষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদপত্র।

জ। আনসার ভিডিপি প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র।

 ১৪। সতর্কতাঃ ভর্তির ব্যাপারে কোন অসৎ ব্যক্তির সাথে যােগাযােগ করে প্রতারিত হবেন না। কোন ব্যক্তি চাকরির নিশ্চয়তা দিয়ে আপনার নিকট টাকা দাবি করলে নিশ্চিত জেনে রাখুন আপনি প্রতারিত হচ্ছেন। যে কোন প্রকার সুপারিশ অযােগ্যতা হিসেবে বিবেচিত হবে।

 



Apply Online