Bangladesh Copyright Office -Indexer and Computer operator- Job Circular 2021

 

Job Title Indexer and Computer operator
Employer Name Bangladesh Copyright Office
Employers Description Bangladesh Copyright Office national level quasi-judicial organization responsible for copyright management in Bangladesh and is located in Dhaka, Bangladesh.
Job Circular Date  03 January 2021
Type of Job Full Time
Ministry or Department  Ministry of Cultural Affairs
Job Circular Last Date  31 January 2021


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

বাংলাদেশ কপিরাইট অফিস, 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় 

জাতীয় গ্রন্থাগার ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।

নিয়ােগ বিজ্ঞপ্তি

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কপিরাইট অফিসের রাজস্ব খাতভূক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়ােগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের (পুরুষ/মহিলা) নিকট হতে কেবলমাত্র অনলাইনে (http://bco.teletalk.com.bd/) দরখাস্ত আহ্বান করা যাচ্ছে :

পদের নাম ও সংখ্যাঃ

 

২। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে: ক. নিয়ােগ বিজ্ঞপ্তিটি www.copyrightoffice.gov.bd এবং http://bco.teletalk.com.bd/ পাওয়া যাবে। খ, প্রার্থীদের বয়সসীমা ৩১ জানুয়ারি, ২০২১ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। কেবল মুক্তিযােদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সীমা ৩২ বছর। গ, সংশ্লিষ্ট পদে উপযুক্ত প্রার্থী নির্বাচনের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা এবং কম্পিউটার অপারেটর পদের জন্য ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঘ, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।

। সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযােজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়ােগকারী কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে। ঙ. নিয়ােগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানের কোন সংশােধন হলে তা অনুসরণ করা হবে। চ, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। ছ, মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্রসহ সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং Application Formসহ সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আবেদনকারী মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা হলে আবেদনকারী যে মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যােগ্যতার বিষয়টিও উল্লেখ করতে হবে। জ. কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। ঝ. নিয়ােগ সংক্রান্ত বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

৩। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী:

 ক. আগ্রহী প্রার্থীগণ http://bco.teletalk.com.bd/ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জামাদান শুরুর তারিখ ও সময় ৩১.১২.২০২০ খৃ. সকাল ১০.০০টা। Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩১.০১.২০২১ খু, বিকাল ৫.০০টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিবেন। খ. Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ ১০০KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০KB হতে হবে। গ, Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। ঘ, প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়ােজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এককপি জমা দিবেন।

pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২(দুই)টি SMS করে ০১-০২ পর্যন্ত ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা Teletalk এর সার্ভিস চার্জ ১২.০০ টাকা মােট ১১২/-(একশত বার) টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাৱে উল্লেখ্য, “Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না। প্রথম SMS: BCO<Space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: BCO ABCDEF Reply: Applicant’s Name, Tk.ss will be charged as application fee. Your PIN is XXXXXXXXX. To pay fee Type BCO<space>PIN and send to 16222

দ্বিতীয় SMS: BCO<space>YES<space>PIN লিখে send করতে হবে 16222 নম্বরে। Example: BCO YES XXXXXXXX.

Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for BCO Application for XXXXXXXx User ID is (ABCDEF) and Password (********). চ, প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bco.teletalk.gov.bd/ অথবা, বাংলাদেশ কপিরাইট অফিসের website: www.copyrightoffice.gov.bd এ এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে শুধু যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS Read করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। ছ, SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভোের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙ্গিন) করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন। জ. শুধু টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Password এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।

User ID GAT PT BCO<space>Help<space>User ID & send to 16222. Example: BCO HELP USER ABCDEF Pin Number stat PC: BCO<space>Help<space>PIN<space>PIN NO & send to 16222.










Apply Online