Bangladesh Shipping Corporation -Engine and Deck Cadet- Job Circular 2021

 

Job Title Engine and Deck Cadet
Employer Name Bangladesh Shipping Corporation
Employers Description Bangladesh Shipping Corporation is a state-owned, autonomous corporation in Bangladesh. It owns a number of ships and oil tankers, and also charters sea-going vessels from other operators. The vessels are used to carry ready-made garments and other export items, and also to import crude oil from Saudi Arabia & UAE.
Job Circular Date 23 April 2021
Type of Job Full Time
Ministry or Department
Job Circular Last Date 30 April 2021


বাংলাদেশ শিপিং কর্পোরেশন 

বিএসসি ভবন, সল্টগােলা রােড়, চট্টগ্রাম। 

Website: www.bsc.gov.bd

নিয়ােগ বিজ্ঞপ্তি

 বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর বহরে  (Bulk Carrier Oil & Chemical Tanker) FACHIE শূন্য পদে সরাসরি নিয়ােগের লক্ষ্যে প্রকৃত অভিজ্ঞতা ও যােগ্যতা সম্পন্ন বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ 

পদের নাম ও সংখ্যাঃ

০১। আবেদনকারীকে আবেদন ফরম পূরণ করে আগামী ২৭-০৪-২০২১খ্রি. তারিখের মধ্যে “মহাব্যবস্থাপক (শিপ পার্সোনেল), বাংলাদেশ শিপিং কর্পোরেশন , বিএসসি ভবন , সল্টগােলা রােড, চট্টগ্রাম-এর বরাবর পৌঁছাতে হবে। অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ আবেদনপত্র বা নির্ধারিত তারিখে/সময়ের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। নির্ধারিত আবেদন ফরমটি বিএসসির ওয়েব সাইট www.bsc.gov.bd এর ফরম সেকশনে পাওয়া যাবে |

০২)। আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবেঃ (ক) সকল শিক্ষাগত যােগ্যতার সার্টিফিকেটের সত্যায়িত কপি ; (খ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের সত্যায়িত কপি ; (গ) জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি ; (ঘ) সদ্য তােলা ০৪ কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি; (ঙ) সিডিসি এর সত্যায়িত কপি;

বি.দ্র. আবেদনপত্র ও খামে পদের নাম উল্লেখের ক্ষেত্রে ডেক ক্যাডেট অথবা ইঞ্জিন ক্যাডেট ক্যাডেট ইঞ্জিনিয়ার) লিখতে হবে।।

 ০৩। আগামী ১২-০৪-২০২১খ্রি. তারিখে প্রার্থীর বয়স অনুর্ধ্ব ৩০ বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহনযােগ্য

হবে না।

০৪| সাক্ষাৎকার গ্রহণের সময় সকল ধরণের সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। কোন প্রকান টিএ/ডিএ প্রদান করা

হবে না।

০৫। কর্তৃপক্ষ সরকারী বিধি -বিধানের সাথে সাংঘর্ষিক নয় এমনভাবে কোন শর্ত পরিবর্তন বা অতিরিক্ত শর্ত সংযােজন করতে পারবেন। আবেদনপত্র গ্রহণ, বাছাই এবং নিয়ােগের ক্ষেত্রে কোন কারণ দর্শানাে ব্যতিরেকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ নিয়ােগ বিজ্ঞপ্তি আংশিক সম্পূর্ণ পরিবর্তন/ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

০৬| কোটা সম্পর্কিত প্রচলিত সরকারি নিয়ম/নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে।

০৭। কোন তথ্য গােপন করে বা ভূল তথ্য প্রদান করে চাকুরীতে নিয়ােগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়ােগাদেশ বাতিল করা

হবে এবং তার বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

০৮] প্রার্থীর যােগাযােগের ঠিকানা সম্বলিত ২০ (বিশ) টাকা মূল্যের ডাক টিকেটসহ ৯’x ৪” সাইজের ফেরৎ খাম

আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

০৯। নিয়ােগের জন্য বাছাইকৃত ব্যক্তি/প্রার্থীকে ০১ (এক) বছরের জন্য শিক্ষানবিস থাকতে হবে।

১০| বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বা বাতিল/প্রত্যাহারের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

১১। নিয়ােগ সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।