Bangladesh Technical Education Board (BTEB) -Religion Teacher (Islam) and Office assistant- job Circular 2021

 

Job Title Religion Teacher (Islam) and Office assistant
Employer Name Bangladesh Technical Education Board (BTEB)
Employers Description Bangladesh Technical Education Board is a state regulatory board responsible for monitoring and developing technical and vocational education in the secondary level, 2-year higher secondary level and 4-year Diploma in Engineering degree throughout the People’s Republic of Bangladesh.
Job Circular Date 08 January 2021
Type of Job Full Time
Ministry or Department
Job Circular Last Date 31 January 2021


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

কারিগরি শিক্ষা অধিদপ্তর

ভােকেশনাল শাখা

এফ-৪/বি, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।

 

নিয়ােগ বিজ্ঞপ্তি

কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন বিদ্যমান ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং সদ্য চালুকৃত ২৫টি টেকনিক্যাল স্কুল ও কলেজে রাজস্বখাতে শূন্য পদসমূহ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়ােগের মাধ্যমে পূরণের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তে উল্লিখিত পদের বিপরীতে বর্ণিত যােগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহবান করা যাচ্ছে:

পদের নাম ও সংখ্যাঃ

 শর্ত ও নিয়মাবলী ;

০১।

অন লাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান পদ্ধতিঃ

ক. আবেদন http://dtev.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি দাখিল করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরুপ।

i. (Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ: ১০/০১/২০২১ খ্রিঃ, সকাল ১০:০০ টা। 

Ii. Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ: ৩১/০১/২০২১ খ্রিঃ, সন্ধ্যা ০৬:০০ টা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ. Online এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ Pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। 

গ. Online এ আবেদনপত্রে পুরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদন প্রেরণ করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ. প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়ােজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং Signature Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী ০১টি User ID, ছবি এবং স্বাক্ষর যুক্ত ১১টি Applicant’s Copy পাবেন। উও Applicant’s Copy প্রার্থী Print অথবা Download করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং এই User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-Paid Mobile নম্বরের মাধ্যমে দুটি SMS করে পরীক্ষার ফি নিয়ােগ বিজ্ঞপ্তি’র ক্রমিক ১ থেকে ১৩ পর্যন্ত পদের জন্য ১০০ টাকা + Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ সর্বমােট ১১২ টাকা এবং ক্রমিক ১৪ থেকে ১৫ পর্যন্ত পদের জন্য ৫০ টাকা + Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ সর্বমােট ৫৬ টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online এ আবেদনপত্র কোন অবস্থায় গৃহীত হবে না।

 প্রথম SMS: DTE < Space > User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

 দ্বিতীয় SMS: DTEV < Space > Yes < Space > PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dtev.teletalk.com.bd এই ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যােগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানাে হবে। Online এ আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে। বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখী এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যর নাম। ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী রঙ্গিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী এই প্রবেশ পত্রটি লিখিত পরীক্ষায় অংশ গ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।

User ID জানা থাকলে DTEV < Space > Help < Space > User < Space > User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: DTEV Help User ABCDEF & Send to 16222 PIN Number জানা থাকলে DTE <Space> Help <Space> PIN <Space> PIN No. লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: DTEV Help PIN 1234567 & Send to 16222 “কারিগরি শিক্ষা অধিদপ্তরের কর্মচারী নিয়ােগ পরীক্ষা, ২০২১” এর বিজ্ঞপ্তি, Online আবেদনপত্র পূরণের নিয়মাবলী, SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী ও অন্যান্য প্রয়ােজনীয় তথ্যাদি WWW.techedu.gov.bd পাওয়া যাবে। অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবে। এক্ষেত্রে কোন ফ্লেক্সিলােডের অথবা কম্পিউটার দোকানদার থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। সকল পদে প্রার্থীর বয়স আগামী ০৭/০১/২০২১ খ্রিঃ তারিখে ১৮ হতে ৩০ বৎসরের মধ্যে হতে হবে। মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার সন্তান এবং প্রতিবন্ধিদের ক্ষেত্রে বয়স ৩২ বৎসর পর্যন্ত শিথিলযােগ্য। মুক্তিযােদ্ধা নাতি-নাতনীদের বয়স ৩০ বৎসর হতে হবে। বয়স সম্পর্কিত কোন এফিডেভিট গ্রহণযােগ্য হবে না। প্রার্থী কোন সরকারি/আধাসরকারি/স্বায়ত্ব-শাসিত/অনুমােদিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থী নির্বাচনে প্রচলিত জেলা কোটা ও অন্যান্য কোটাসহ সরকারি বিধি বিধান অনুসরণ করা হবে বিজ্ঞপ্তিতে উল্লিখিত শূন্য পদের সংখ্যা কম বেশী হতে পারে। যা নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা, অনলাইনে আবেদনের প্রিন্টেড কপি ও অন্যান্য সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। প্রাপ্ত আবেদন প্রাথমিক বাছাইয়ের পর কেবলমাত্র উপযুক্ত প্রার্থীদের লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষার জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.techedu.gov.bd) এবং এসএমএস এর মাধ্যমে মােবাইল নম্বরে জানিয়ে দেওয়া হবে। নিয়ােগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি.এ/ডিএ দেওয়া হবে না। অসত্য/টিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য নিয়ােগ কার্যক্রমের যে কোন পর্যায়ের বা নিয়ােগদানের পরেও অসত্য/ত্রুটিপূর্ণ/ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন বা নিয়ােগ সরাসরি বাতিল বলে গণ্য হবে। অনিবার্য কারণে নিয়ােগ প্রক্রিয়া স্থগিত/বাতিল/প্রত্যাহার করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

 








Apply Online