BAPARD-Bangabandhu Academy for Poverty Alleviation and Rural Development -Assistant Director and Medical Officer- Job Circular 2021

 

Job Title Assistant Director and Medical Officer
Employer Name BAPARD-Bangabandhu Academy for Poverty Alleviation and Rural Development
Employers Description Bangabandhu Academy for Poverty Alleviation and Rural Development is a government academy and research institute that is responsible for decreasing poverty in rural areas of Bangladesh and is located in Dhaka, Bangladesh.
Job Circular Date  13 January 2021
Type of Job Full Time
Ministry or Department
Job Circular Last Date  11 February 2021





বঙ্গবন্ধু দারিদ্র্য বিমােচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) 

কোটালীপাড়া, গােপালগঞ্জ-৮১১০

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ 

 স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

 

নিয়ােগ বিজ্ঞপ্তি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়াধীন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতায় বঙ্গবন্ধু দারিদ্র্য বিমােচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড), কোটালীপাড়া, গােপালগঞ্জ-এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদের নাম ও সংখ্যাঃ

 শর্তাবলী : 

০১। আবেদনকারীকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক অনুমােদিত চাকুরির আবেদন ফরম পূরণপূর্বক আগামী ১১০২/২০২১ খ্রি: তারিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে মহাপরিচালক, বঙ্গবন্ধু দারিদ্র্য বিমােচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড), কোটালীপাড়া, গােপালগঞ্জ বরাবর পৌছাতে হবে। 

০২। আবেদন ফরমের সকল কলাম পূরণ করতে হবে। অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ আবেদনপত্র অথবা নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। 

০৩। আবেদনকারীর বয়স ১১/০২/২০২১ খ্রি: তারিখ ১৮-৩০ বছর এবং বীর মুক্তিযােদ্ধা/শহীদ বীর মুক্তিযােদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযােগ্য। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযােগ্য নয়। 

০৪। সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিজ নিজ প্রতিষ্ঠানের অনাপত্তি সনদের মূলকপি অবশ্যই দাখিল করতে হবে।।

 ০৫। আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে।

ক) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার যদি থাকে) সকল সনদপত্রের (A-4 সাইজ) কপি। খ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র। গ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। ঘ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ৩ কপি ৫x৫ সেঃ মিঃ সাইজের ছবি নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে। ঙ) আবেদনকারীকে ১৫ টাকা মূল্যমানের ডাকটিকেট যুক্ত নিজ ঠিকানা সম্বলিত ফেরত খাম (৯x৪”) সংযুক্ত করতে হবে।। 

০৬। আবেদনপত্রের সাথে সােনালী ব্যাংক লিঃ-এর যে কোন শাখা হতে মহাপরিচালক, বঙ্গবন্ধু দারিদ্র বিমােচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড), কোটালীপাড়া গােপালগঞ্জ বরাবর সােনালী ব্যাংক লিঃ ঘাঘর শাখা, গােপালগঞ্জ-এর অনুকূলে ৩০০/- টাকার (অফেরতযােগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে। 

০৭। প্রার্থী বীর মুক্তিযােদ্ধা/শহীদ বীর মুক্তিযােদ্ধার পুত্র/কন্যা এবং জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ৯/৫/২০১১ তারিখের ০৫/১৭০,০২২.০৭.০১.০১৪.২০১১-১৮১নং পরিপত্র

মােতাবেক বীর মুক্তিযােদ্ধা/শহীদ বীর মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে তা প্রমাণের জন্য সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার মেয়র/কাউন্সিলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক সনদ সংযুক্ত করতে হবে।।

 ০৮। নিয়ােগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান সকল বিধি-বিধান অনুসরণ করা হবে। ০৯। খামের উপর পদের নাম ও নিজ জেলা স্পষ্ট করে লিখতে হবে। 

১০। আবেদনপত্র যাচাই করে যাদের যােগ্য বিবেচনা করা হবে শুধুমাত্র তাদেরকেই লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। 

১১। কর্তৃপক্ষ পদের সংখ্যা বাড়ানাে, কমানাে, বাতিল বা প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন এবং আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদির কোথাও ভুল প্রমাণিত হইলে আবেদন বাতিল বলিয়া গণ্য হবে। 

১২। নিয়ােগপত্র জারির পর স্বাস্থ্যগত পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশনে কোন প্রকার অসংগতি থাকিলে নিয়ােগ বাতিল বলিয়া গণ্য হবে। 

১৩। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।। 

১৪। আবেদন ফরমটি Www.bapard.gov.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে।