CID-Criminal Investigation Department -Office assistant- Job Circular 2021

 

Job Title Office assistant
Employer Name Criminal Investigation Department
Employers Description The Criminal Investigation Department is a specialized intelligence and investigation wing of the Bangladesh Police. It carries out investigations into crimes, including terrorism, murders and organized crime. It also gives forensic support.
Job Circular Date  02 January 2021
Type of Job Full Time
Ministry or Department Bangladesh Police
Job Circular Last Date  23 January 2021



গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বাংলাদেশ পুলিশ 

এডিশনাল ইন্সপেক্টর জেনারেলের কার্যালয়

সিআইডি, ঢাকা

নিয়ােগ বিজ্ঞপ্তি

 

বাংলাদেশ পুলিশ, সিআইডি’র নিম্নোক্ত পদে সরাসরি নিয়ােগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে: 

পদের নাম ও সংখ্যাঃ

 শর্তাবলীঃ

আবেদনকারীকে চাকরির জন্য নির্ধারিত ফরম/ছক পূরণ করে নিজ স্বাক্ষরপূর্বক আবেদন করতে হবেঃ বর্ণিত পদে নিয়ােগের জন্য আগ্রহী প্রার্থীর আবেদন ২৩/০১/২০২১ খ্রিঃ অফিস চলাকালীন সময়ের মধ্যে অতিরিক্ত আইজিপি, সিআইডি হেডকোয়ার্টার্স, মালিবাগ, ঢাকা-১২১৭ বরাবর পৌছাতে হবে। সরকারী ও আধা সরকারী সংস্থায় চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়ােগের ক্ষেত্রে সরকার নির্দেশিত কোটা অনুসরণ করা হবে। ০১/০১/২০২১ তারিখে সাধারণ কোটার প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩০ বৎসর। তবে মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৩২ বৎসর। আবেদনপত্র প্রেরণের খামের উপর পদের নাম, নিজ জেলা ও বিশেষ কোটার নাম উল্লেখ করতে হবে। পরীক্ষার ফি বাবদ ৫০/-(পঞ্চাশ) টাকা অতিরিক্ত আইজিপি, সিআইডি, ঢাকা বরাবরে “১-২২১১-০০০০২০৩১ নম্বর কোডে ট্রেজারী চালানের মাধ্যমে জমা প্রদানপূর্বক চালানের মূল কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ/নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত দরখাস্ত সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদন পত্রের সঙ্গে প্রার্থীর নাম ঠিকানা (যে ঠিকানায় প্রার্থী ইন্টারভিউ কার্ড পেতে ইচ্ছুক) উল্লেখ পূর্বক ১০ (দশ) টাকার ডাকটিকেট লাগানাে ১ টি ১-৪ সাইজের খাম দাখিল করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোন প্রকার ভাতাদি প্রদান করা হবে না। প্রার্থীদের লিখিত পরীক্ষা গ্রহণ এবং চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়ােগপত্র ইস্যু ব্যতীত অন্যান্য পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশসহ যাবতীয় কার্যক্রম সিআইডি, ঢাকার নােটিশ বাের্ডের মাধ্যমে প্রার্থীদের অবহিত করা হবে এবং জাতীয় দৈনিক পত্রিকা ও বাংলাদেশ পুলিশের ওয়েব সাইটে (www.police.gov.bd) প্রকাশ করা হবে। মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল সনদের মূল কপি দাখিল করতে হবে। নিয়ােগ সংক্রান্ত বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।