Ministry Of Land -Remote Sensing Specialist and Research associate- Job Circular 2021

 

Job Title Remote Sensing Specialist and Research associate
Employer Name Ministry of Land
Employers Description The Ministry of Land is the government ministry of Bangladesh responsible for formulating and implementing national policy on lands and other subjects which come under its purview.
Job Circular Date 14 January 2021
Type of Job Full Time
Ministry or Department
Job Circular Last Date   02 February 2021



গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ভূমি মন্ত্রণালয় 

মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প 

৩/এ নীলক্ষেত, বাবুপুরা, ঢাকা-১২০৫।

নিয়োগ বিজ্ঞপ্তি

ভূমি মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন “মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং” প্রকল্পের অধীনে স্থানীয় ব্যক্তিভিত্তিক পরামর্শক (Individual Local Consultant) হিসাবে নিম্নবর্ণিত পদে প্রকল্প মেয়াদকালীন চুক্তিভিত্তিক নিয়ােগের জন্য পার্শ্বে উল্লিখিত যােগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। এ প্রকল্পের অনুমােদিত ডিপিপিতে বর্ণিত হারে মাসিক সম্মানী প্রাপ্ত হবেন । 

পদের নাম ও সংখ্যাঃ

আবেদনপত্র প্রেরণের শর্তাবলীঃ

ভূমি মন্ত্রণালয় এর ওয়েব সাইট (www.minland.gov.bd) হতে আবেদনপত্র ও জীবন-বৃত্তান্ত সংক্রান্ত নির্ধারিত ছক ডাউনলােড করে তা পূরণপূর্বক আবেদনপত্র দাখিল করতে হবে। অন্যান্য তথ্যাদি এই ওয়েব সাইটে পাওয়া যাবে । আগামী ০২ ফেব্রুয়ারি ২০২১ তারিখের মধ্যে সচিব, ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-কে সম্বােধন করে আবেদনটি প্রকল্প পরিচালক, মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প, ৩/এ নীলক্ষেত (২য় তলা), বাবুপুরা, ঢাকা-১২০৫ এর কার্যালয়ে ডাক যােগে পৌছাতে হবে । আবেদন পত্র দাখিলের সর্বশেষ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৬৭ (সাতষট্টি) বছর পর্যন্ত গ্রহণযােগ্য হবে । আবেদনপত্রের সাথে সম্প্রতি তােলা ০৩ (তিন) কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবি, শিক্ষাগত যােগ্যতা/অভিজ্ঞতার সত্যায়িত সনদপত্র সংযুক্ত করতে হবে। নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত কোন আবেদনপত্র গ্রহণযােগ্য হবে না । ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ দরখাস্ত কোন কারণ দর্শানাে ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। চাকুরিরত প্রার্থীদের স্ব-স্ব নিয়ােগকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনপত্র দাখিল করতে হবে এবং এক্ষেত্রে কোন অগ্রিম কপি গ্রহণ করা হবে না। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে এবং ১০/-(দশ) টাকা মূল্যমানের ডাকটিকেট সম্বলিত ফেরত খাম সংযুক্ত করতে হবে। যে কোন প্রার্থীর আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ অনুসরণপূর্বক নিয়ােগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং নিয়ােগের ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে। কেবল মাত্র Short listed প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।