Rupali Bank Senior Officer Job Circular 2020

 

Job Title  Senior Officer 
Employer Name Rupali Bank 
Employers Description Rupali Bank (Bengaliরূপালী ব্যাংক) is a state owned commercial bank in Bangladesh. Founded 1972; 48 years ago Headquarters Dhaka, Bangladesh
Job Circular Date 19 August 2020 
Type of Job  Government Bank Job 
Ministry or Department Bangladesh Bank Selection Committee 
Job Circular Last Date 6/9/2020

বাংলাদেশ ব্যাংক ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়

প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা-১০০০

T = ভল, ১২৭। তারিখ। ১৯ আগস্ট,২০২০

বিজ্ঞপ্তি নং- ৭৭/২০২০

নিয়ােগ বিজ্ঞপ্তি

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত রূপালী ব্যাংক লিমিটেড এ সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল এনালিস্ট) ২০১৮ সাল ভিত্তিক ১৫টি শূন্য পদে নিয়ােগের নিমিত্তে প্রার্থীদের নিকট থেকে প্যানেল প্রস্তুতির জন্য নিম্নবর্ণিত শর্তাধীনে প্রতিযােগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে Online এ দরখাস্ত আহবান করা যাচ্ছে ! ক্রমিক 1 শিরােনাম

বিবরণ বেতন স্কেল | জাতীয় বেতন স্কেল ২০১৫ এর টাকা ২২০০০-২৩১০০-২৪২৬০… .. -৪৮১২০০-৫০৫৩০-৫৩০৬০ স্কেল এবং তৎসহ

নিয়মানুয়ারী প্রদেয় অন্যান্য সুবিধা। শিক্ষাগত

ক) স্বীকৃত কোনাে বিশ্ববিদ্যালয় হতে ব্যাংকিং/অর্থনীতি/ব্যবস্থাপনা/ফিন্যান্স/হিসাব বিজ্ঞানে তকোত্তর ডিগ্রি অথবা যোগ্যতা

সিএ/এফসিএ বা এমবিএ ডিগ্রি থাকতে হবে। খ) শিক্ষা বিনে অন্তত ১টি ১ম শ্রেণি/বিভাগ/সমমানের গ্রেড পয়েন্ট থাকতে হবে। কম্পিউটার স্কিল আবশ্যক। গ) | কোন পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণি/সমমানের গ্রেড পয়েন্ট গ্রহণযােগ্য হবে না।

গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৬/২০০৯ ও ০২/০৩/২০১০ তারিখের প্রজ্ঞাপন নং শিম/শাঃ১১/৫-১(অংশ)/৫৮২ এবং শিম/শাঃ১১/১৯-১/২০০৭/১৭৪ অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ

বা ক্ষেত্রমত, সিজিপিএ এর বিপরীতে পূর্বের ১ম ও ২য় বিভাগ/শ্রেণি নিরূপে নির্ধারিত হবে। (১) এস.এস.সি বা সমমান এবং ইচ,এস,সি ব্ৰা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে[জিপিএ ৩.০০ বা তন্দু।

| প্রথম বিভাগ [ জিপিএ ২.০০ থেকে ৩০০ এর কম

| দ্বিতীয় বিভাগ। (২) অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রেI আৱিতি সিজিপিএ

সমতুল্য শ্রেণি/বিভাগ। ৪০০ পয়েন্ট স্কেলে

T৫.০০ পয়েন্ট স্কেলে | ৩.০০ বা তদৃষ্ণ। | ৩.৭৫ বা তদূর্ব

প্রথম বিভাগ/শ্রেণি ২.২৫ বা তপু কিন্তু ৩.০০ এর কম | ২.৮১৩ বা তনুক কিন্তু ৩.৭৫ এর কম দ্বিতীয় বিভাগ/শ্রেণি ৩, বয়স (০১/০৭/২০১৮ তারিখে) ঃ ক) মুক্তিযােদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সকল প্রাণীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর।

| খ) মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোই ৩২ বছর। ৪. আবেদনপত্র পূরণ ও ফি প্রদানের শেষ তারিখ ও সময় : ০৬/০৯/২০২০ তারিখ, রাত ১১.৫৯ টা।

ge সপ্তাহের শেষ তারিখ ও সময়ঃ ০৮/০৯/২০২০ তারিখ, রাত ১১.৫৯ টা। ৬, আবেদন ফি এর পরিমাণ ও পরীক্ষার ফি অফেরতযােগ্য টাঃ২০০/- (টা দুইশত মাত্র) । ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর Payment Gateway ‘রকেট’ এর মাধ্যমে প্রদান করতে হবে। ৭. অাবেদন পদ্ধতি :

ক, Online Application Form : শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়ােগ সংক্রান্ত ওয়েবসাইট

(https://erecruitment.bb.org.bd) -এর Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। Online এ আবেদন দাখিলের সময় ফরম পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলী ওয়েবসাইটেই পাওয়া যাবে। প্রার্থীর বিবরণ ঃ প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম এসএসসি অথবা সমমানের সনদে যেভাবে লেখা আছে Online আবেদনে ঠিক সেভাবে লিখতে হবে। প্রার্থীর ফী ঠিকানা ও প্রার্থীণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভার মেয়র/ ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদে ভাপখিত স্থায়ী ঠিকানা প্রার্থীর প্রার্থী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। তবে অবিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদন দাখিলের পথে বিবাহবন্ধনে আবদ্ধ হলে মথ্যা প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানার অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন। ছবি (Ploto) ও স্বাক্ষর (Signature)। নতুন বেদনকারী প্রার্থীদেরকে অবশ্যই Online Application Form এ ছরি ও স্বাক্ষরের জন্য নির্ধারিত স্থানে বর্ণিত নির্দেশনা অনুয়ায়ী ছবি ও স্বাক্ষর আপলাে করতে হবে। অর্জিত ডিগ্রির ফলাফলের তারিখ । Online Application Form এর নির্ধারিত পরে পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত সংশ্লিষ্ট দ্ভিগ্রির ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। বিদেশি ডিগ্রিপ্রাপ্ত প্রার্থী প্রার্থী O’ Level ও ‘A’ Level পাশ হলে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বাের্ড হতে ইস্যুকৃত সমমান সাটিমিটে (Equivalete Certificate) এবং বিদেশি বিশ্ববিদ্যালয় হতে ভিখ প্রান্ত হলে দেশীয় সংষ্ট লিয়/বিশ্ববিদ্যালয় ময়ুরি কমিশন/

শিক্ষা মশ্রণালয় কর্তৃক ইস্যুকৃত সমমান সাটিফিকেট (Equivitlence Certificate) অনুয়ায়ী ডিগ্রি ও লাঙ্গলের (শ্রেণি/বিভাগ/পিএ/সিজিপিএ উল্লেখসহ) তথ্য মৌখিক পরীক্ষার সময় চেকিং বাের্ডে ‘অবশ্যই উপস্থাপন করতে হবে। অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না। Cv ID No. গ্রহণ । বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ইতঃপূর্বে আবেদনকৃত প্রার্থীদের বিদ্যমান CV ID No. এবং Password ব্যবহার করে Online Application Form পূরণ করতে হবে। নতুন আবেদনকারীগণ ওয়েবসাইট (https://erecruitment.bb.ortbs!) এর মাধ্যমে Online Application Form এর প্রয়ােজনীয় ঘরগুলাে পূরণ করলে একটি CV ID No. এবং Password প্রাপ্ত হবেন। প্রাপ্ত CV ID No. এ ১ম অংশ |হাইনের(-) পূর্বের অংশ] আনেন কি

প্রদানের ক্ষেত্রে ব্যবহৃত হবে। জ, Job ID No : কর্ণিত পদের Job ID No 10108 আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে।

আবেদন ফি প্রদান পদ্ধতি ! আবেদন ফি জমা দেয়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে https://erecruitment.bb.org.bd/onlineapp/rocketpreepay.pdf ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। Prepaid পদ্ধতিতে একঙ্গন আবেদনকারী এখোন্ট অথবা নিজের একাউন্ট এর মাধ্যমে নির্ধারিত JobTp No এবং প্রার্থীর CV ID No. এর ১ম অংশ [হাইফেনের(-) পূর্বের অংশ] এর বিপরীতে আবেদন ফি প্রদান করবেন। আবেদন ফি প্রদান করলে প্রার্থী জমাকৃত ফি এর বিপরীতে একটি TxnID নম্বর পাবেন। প্রাপ্ত Txn ID নম্বরটি ওয়েবসাইট (https://erecruitment.bb.orgbad) এর মাধ্যমে Online Application Form এর নির্ধারিত ঘরটি পুৱণ করলে ফি প্রদানের verification সাপেক্ষে তাকে একটি ‘Tracking No, প্রদান করা হবে। একজন প্রার্থী Tracking No, প্রাশু হলেই তাৱ আবেদন যথার্থভাবে সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। Online এ আবেদন করার পর প্রাপ্ত Tracking Number For টি ভবিষ্যতে বাবহারের জন্য হার্ডকপি আকারে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। কোনাে অবস্থাতেই ‘Tracking

Number Form এর Duplicate Copy সরবরাহ করা হবে না। ৮. Online Application Form এ প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, স্থায়ী ঝােল, জন্ম তারিখ, ছবি, স্বাক্ষরসহ অন্যান্য তথ্য অত্যন্ত সতর্কতাঃ সাথে নির্ভুলভাবে নিজে পূরণ করতে হবে। Online Application Form এ প্রদত্ত সার্বিক তথ্য, ছবি, স্বাক্ষর ইত্যাদি verification সাপেক্ষে প্রাথমিকভাবে যােগ্য প্রার্থী নির্বাচন করা হবে। ৯, প্রাথমিকভাবে যােগ্য প্রার্থীদের প্রবেশপত্র ও নির্বাচনী পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট

। উল্লেখ্য, প্রার্থীদের অবহিতকরণের জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ হতে এসএমএস/ইমেইল/ফোনপত্র প্ৰেণাগ বা অন্য কোনাে মাধ্যমে কোনো প্রকার যোগাযোগ না হলে না। ১০. প্রার্থীদেরকে নির্বাচনী পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ১১, প্রার্থীদেরকে Online আবেদনের সময় কোনাে কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে অনলাইন আবেদনে প্রদত্ত প্রতিটি তথ্যের স্বপক্ষে যথাযথ সনদ/প্রত্যয়নপত্র মৌখিক পরীক্ষার দিন জমা দিতে হবে। Online Application Form এ প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাইয়াস্তে কোনাে substantive গ্রুটি ধরা পড়লে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ থাকবে না। তাছাড়া, মৌখিক পরীক্ষা শেষে মেধাতালিকা প্রতিকালেও খুশি কোনাে প্রাণী গুরুতর ক্রটি/অসঙ্গতি (যেমন লাতক (সমান)/নাতকোত্তর পরীক্ষার ফল প্রকাশের তাৰিখ, জন্ম তারিখ, নাগরিকত্ব সনদ ‘ইত্যাদি) পরিলক্ষিত হলে বা অসম্পূর্ণ অসত্য তথ্য পাওয়া গেলে প্রার্থীকে তালিকাভুক্ত করা হবে না। ১২. চাকুরীরত প্রার্থীদেরকে তাদের নিয়ােগকারী কর্তৃপক্ষের পূর্বানুমোদনক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার দিন উক্ত অনুমােদনের কপি প্রদর্শন করতে হবে। ১৩. নিয়ােগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সৱকাৰী সর্বশেষ নীতিমালা ও অন্যান্য বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ কৱা হবে । ১৪, রূপালী ব্যাংক লিমিটেড প্রার্থীদের নিয়ােগ প্রদান করা বা না করার ক্ষেত্রে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে।

এ এ নিয়ােগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ২০১৮ সাল ভিত্তিক ১৫টি শূন্যপদের জন্য প্রযােজ্য হবে। সংশ্লিষ্ট ব্যাংকে ৩১/১২/২০১৮ তাৰিখের পরে শ্য হওয়া পদের জন্য এ মেধাতালিকা হতে প্রার্থী নির্বাচন করা হবে না।

বিশেষ দ্রষ্টব্যঃ শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র পূরণ ও নির্ধারিত ফি প্রদানৱত Traselking Number Form টি হার্ডকপি আকারে সংরক্ষণ করার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে।

স্বাক্ষরিত.. ডিসিপি: ৪৮/২০২০-২০৫৩

(আরিফ হােসেন খান) তারিখ: ২০-০৮-২০২০

মহাব্যবস্থাপক ব্যাংকিং ও আর্থিক সেবা পেতে হয়রানির শিকার হলে কিংবা | কোন অভিযােগ থাকলে ১৬২৩৬ নম্বরে ফোন করুন।

ও সদস্য সচিব GA-2873/20 (11×4)

ব্যাংকার্স সিলেকশন কমিটি


Apply Online