Satkhira DC Office -Office assistant and Security guard- Job Circular 2021

Job Title Office assistant and Security guard
Employer Name Satkhira DC Office
Employers Description
Job Circular Date 16 January 2021
Type of Job Full Time
Ministry or Department
Job Circular Last Date 28 January 2021

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 জেলা প্রশাসকের কার্যালয়

সাতক্ষীরা 

(নেজারত শাখা)


নিয়ােগ বিজ্ঞপ্তি


জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা ও অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ এবং সার্কিট হাউজের জন্য নিম্নোক্ত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়ােগের জন্য সাতক্ষীরা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। 


পদের নাম ও সংখ্যাঃ


 আবেদনের শর্তাবলীঃ


০১. প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও সাতক্ষীরা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। 

০২. আগ্রহী প্রার্থীদেরকে চাকরির নির্ধারিত আবেদন ফরমে জেলা প্রশাসক, সাতক্ষীরা বরাবরে আবেদন করতে হবে। আবেদন ফরম সাতক্ষীরা জেলা তথ্য বাতায়ন www.satkhira.gov.bd ওয়েবসাইট হতেডাউনলােড করা যাবে।

 ০৩. আবেদনপত্র আগামী ২৮ জানুয়ারি ২০২১ তারিখের মধ্যে অফিস চলাকালীন ডাকযােগে এ কার্যালয়ে পৌছতে হবে। সরাসরি কোন আবেদন গ্রহণযােগ্য হবে না। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র এ কার্যালয়ে না পৌছলে তা সরাসরি বাতিল বলে গণ্য হবে। 

০৪, প্রার্থীর বয়সসীমা আবেদনপত্র জমা দেয়ার শেষ ২৮ জানুয়ারি ২০২১ তারিখে ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযােদ্ধা/শহিদ মুক্তিযােদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ (বত্রিশ) বছর পর্যন্ত শিথিলযােগ্য। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযােগ্য হবে না।

 ০৫. আবেদনপত্রের সাথে যে কোন তফসিলভুক্ত ব্যাংকে ৫০.০০ (পঞ্চাশ) টাকার (অফেরতযােগ্য) পে অর্ডার ব্যাংক ড্রাফট জেলা প্রশাসক, সাতক্ষীরা এর অনুকূলে সকল পদের জন্য জমা দিতে হবে। কোড নং- ১ ০৭৪২-০০০০-২০৩১ এ জমা করে চালানের মূলকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। 

০৬. আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে। (ক) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তােলা ০৩ (তিন) কপি ৫x৫ সে: মি: আকারের রঙিন ছবি আবেদন ফরমের নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে এবং ০২ (দুই) কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে। সত্যায়ন কর্মকর্তার নাম, পদবিযুক্ত স্পষ্ট সিল থাকতে হবে। (খ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক নাম ও পদবিযুক্ত সিল দ্বারা সত্যায়িত)। (গ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র । (ঘ) শিক্ষাগত যােগ্যতা ও সকল অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপিসহ (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক নাম ও পদবিযুক্ত সিল দ্বারা সত্যায়িত)। (ঙ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক নাম ও পদবিযুক্ত স্পষ্ট সিল দ্বারা চারিত্রিক সনদপত্র । (চ) প্রার্থীর সহিত মুক্তিযােদ্ধার সন্তান/মুক্তিযােদ্ধার পােষ্য হলে মুক্তিযােদ্ধা কোটায় আবেদিত চাকরির প্রার্থীদেরকে সনদের কপি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক নাম ও পদবিযুক্ত সিল দ্বারা সত্যায়িত।

 ০৭. কোটা সম্পর্কিত প্রচলিত সরকারি বিধি-বিধান অনুসরণ করা হবে। বিশেষ কোটার দাবির ক্ষেত্রে দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপ্রমাণপত্রের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। খামের উপরে পদের নাম ও কোটা অবশ্যই উল্লেখ করতে হবে। 

০৮. চাকরিরত প্রার্থীদের অন্যান্য শর্ত প্রতিপালন সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র পৌছতে হবে। এক্ষেত্রে আবেদনপত্রের কোন অগ্রিম কপি গ্রহণযােগ্য হবে না।

 ০৯, প্রার্থীর সাথে যােগাযােগের জন্য অর্থাৎ প্রার্থী যে ঠিকানায় প্রবেশপত্র পেতে আগ্রহী তা স্পষ্টাক্ষরে খামের উপরে উল্লেখপূর্বক ১০.০০ (দশ) টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকিটযুক্ত ৯.৫x৪.৫ বিশিষ্ট একটি

ফেরত খাম আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। 

১০, সরকারি নীতিমালা মােতাবেক মুক্তিযােদ্ধার সন্তান/মহিলা/আনসার ভিডিপি/এতিম/শারীরিক প্রতিবন্ধী/ক্ষুদ্র নৃ-গােষ্ঠী প্রার্থীদের জন্য কোটা সংক্রান্ত সরকারি বিধিবিধান অনুসরণ করতে হবে। এক্ষেত্রে প্রার্থীকে তার কোটা দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপ্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। [

১১, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, ঘষামাজা ও নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত আবেদনসমূহ সরাসরি বাতিল বলে গণ্য হবে। কোন তথ্য গােপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকুরিতে নিয়ােগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়ােগাদেশ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক যাচাইকৃত তথ্যের ভিত্তিতে চূড়ান্ত নিয়ােগাদেশ প্রদান করা হবে। প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার মূল সনদপত্র আবশ্যিকভাবে উপস্থাপন করতে হবে। শিক্ষাগত সনদপত্রের ক্ষেত্রে মূল | সনদপত্র/সাময়িক সনদপত্র ব্যতীত অন্য কোন সনদপত্র গ্রহণযােগ্য হবে না।

 ১৪. কোন কারণ দর্শানাে ব্যতিরেকে এ নিয়ােগ কার্যক্রম স্থগিত বা বাতিল, যে কোন আবেদনপত্র গ্রহণ কিংবা বাতিল, পদ সংখ্যা হ্রাসবৃদ্ধিসহ বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন/পরিবর্ধন, সংযােজন/বিয়ােজন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। নিয়ােগ কার্যক্রমে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

এস এম মােস্তফা কামাল।