Ministry of Planning – Computer Operator Job Circular 2020

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

পরিকল্পনা মন্ত্রণালয়। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের রাজস্ব খাতভুক্ত ৩য় ও ৪র্থ শ্রেণীর নিম্নোক্ত শূন্য পদের বিপরীতে নিয়ােগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:

পদের নাম, বেতন | পদের | শিক্ষাগত যােগ্যতা ও অন্যান্য মন্তব্য। ক্রম: স্কেল ও গ্রেড। সংখ্যা

যােগ্যতা সাঁট মুদ্রাক্ষরিক

ঢাকা, (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়।

হতে স্নাতক বা সমমানের ডিগ্রি; কিশােরগঞ্জ, কাম-কম্পিউটার

(খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; খুলনা, অপারেটর।

(গ) টাইপের গতি প্রতি মিনিটে সুনামগঞ্জ, বেতন স্কেল:।

ইংরেজি ৩০ শব্দ, বাংলা ২৫ শব্দ। সিরাজগঞ্জ, ১১০০০-২৭৩০০/

(ঘ) সাঁটলিপির গতি প্রতি মিনিটে গাজীপুর, (গ্রেড-১৩) ইংরেজি ৭০ শব্দ, বাংলা ৪৫ শব্দ। | কুমিল্লা,

ময়মনসিংহ,

জামালপুর, কম্পিউটার।

(ক) কোনাে স্বীকৃত বিশ্ববিদ্যালয় রংপুর, অপারেটর

হতে বিজ্ঞান বিভাগে স্নাতক নােয়াখালী, বেতন স্কেল:

(সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং | ভােলা, বরিশাল। ১১০০০-২৭৩০০/

(খ) টাইপের গতি প্রতি মিনিটে জেলার (গ্রেড-১৩) বাংলা ২৫ শব্দ, ইংরেজি ৩০ শব্দ।। প্রার্থীগণের

আবেদন করার প্রয়ােজন নেই।

চঁদপুর, | ফরিদপুর, ঠাকুরগাঁ, রংপুর, ঝিনাইদহ, মানিকগঞ্জ,

বাগেরহাট, অফিস সহায়ক

খাগড়াছড়ি, বেতন স্কেল:

 সকল প্রার্থীকে অনলাইনে https://erecruitment.bcc.gov.bd ওয়েবসাইটের

মাধ্যমে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখ রাত ১১.৫৯ মিনিট-এর মধ্যে আবেদন করতে হবে (এ বিজ্ঞপ্তি job Circular সেকশনে পাওয়া যাবে)। প্রার্থীর বয়স ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। মুক্তিযােদ্ধা/মুক্তিযােদ্ধার সন্তানদের এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়সের উর্ধ্বসীমা

এবং সর্ব প্রকার কোটা পদ্ধতিতে সরকারি বিধি-বিধান অনুসরণ করা হবে। ৩. আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ ১-২নং ক্রমিকের জন্য ১০০/- (একশত) এবং | ৩নং ক্রমিকের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা Mobile Banking (রকেট/বিকাশ/নগদ)

এর মাধ্যমে (বিস্তারিত অনলাইন ফর্মে পাওয়া যাবে) জমা প্রদান করতে হবে; ৪. কর্তৃপক্ষ প্রয়ােজনানুসারে জনস্বার্থে পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি করতে পারবেন। ৫. লিখিত পরীক্ষার ফলাফল পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ওয়েবসাইটের

(wWw.sid.gov.bd) মাধ্যমে (শুধুমাত্র কৃতকার্য প্রার্থীদের) জানিয়ে দেয়া হবে। ৬. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের (ক) জাতীয় পরিচয়পত্র (খ) সকল শিক্ষাগত যােগ্যতার

সনদপত্র/প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি (গ) চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের

অনুমতিপত্র পরবর্তীতে নির্দেশনা মােতাবেক দাখিল করতে হবে। ৭. ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ/বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। ৮. প্রার্থী প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা

পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে তার আবেদন/রীক্ষা বাতিল করা হবে এবং

তার বিরুদ্ধে ফৌজদারি আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ৯. ২০ ও ২১ এপ্রিল ২০১৮ তারিখ দৈনিক সমকাল ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে যে সকল বিজ্ঞান বিভাগের প্রার্থী কম্পিউটার অপারেটর পদে

আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়ােজন নেই। ১০. উপরে উল্লেখ করা হয়নি এরূপ ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত অন্যান্য বিধি-বিধান প্রযােজ্য হবে।


Apply Online Now