Ministry of Power Energy and Mineral Resources -Office Assistant- Job Circular 2020

 

Job Title Office Assistant
Employer Name
Employers Description The Ministry of Power, Energy and Mineral Resources or Ministry of Energy is a ministry of the Government of Bangladesh.
Job Circular Date 26 August 2020
Type of Job Full Time
Ministry or Department Ministry of Power, Energy and Mineral Resources
Job Circular Last Date 20 October 2020

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

 নিয়ােগ বিজ্ঞপ্তি


 পদের নাম ও সংখ্যাঃ

ক্ষেত্রে বঃসীমা ৩২ বছর। তবে মুক্তিযােদ্ধা ও শহীন মুক্তিযােদ্ধাদের পুত্র-কনার পুত্র কন্যাসের ক্ষেত্রে বয়স অনূক্ষ ৩০ শহর এবং ২-৩নং ক. র পদে শিক্ষার্থী লীd ( খড়গণীমা ৩৫ না পায় ‘শwিwণ। না প্রমাণ ক্ষেত্রে এটি জপথোগ্য নয়।

ললি, আ সঙ্গরি ও ৮শ পানে এ হীদে শুকানো মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরুণ সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলি: ক, পরীক্ষায় অংশগ্রহণ ইক্ষুক প্রার্থী http:/rx.teletalk.com.bd এই ওয়েবসাইটে বেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের

৩,

i. Online-এ আবেদনপত্র পুল ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২০-০৭-২০২০ তারিখ, দুপুর ১২:০০ ঘটিকা। j, Mized আপন আপন শেখ গ + ম; –২০২১ এশি , বাংল-৫: জটিল। ঈক্ত সময়সীমার মধ্যে User ID কান্ত প্রার্থীগণ (Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ঋন (বাজার)

ট্রাঞ্জ মথে এসএমএস এ পরীক্ষ। wি জমা দিতে পারবেন। খ, Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৮ pixel) ও রঙ্গিন ছৰি দৈৰ্মা ৩xax প্রস্থ ৩০০ pixel) স্কানি রে

নিগাজিত হন Liplaxal করবেন। Online আবেদনপত্র পূরণকৃত সুখই যেহেতু পরবর্তী সল কার্যক্রম ব্যবহৃত হবে, সেহেতু Online এ আনেনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিক সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হলে। প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্ট কপি স্ত্রীক্ষা সংক্রান্ত্র যে কোন প্রয়ােজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান; (Orline আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ ঃ নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কলিগ্নে ছবিসহ Appination Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Suthormit – রাখী একটি ter ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy ৰী download পূধক পিল স ও সংকণ করলে। Aplicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং le ID নম্বর ব্যবহার করে রাখ নাক্ত পদ্ধতিতে যে কােন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে শক্ষা ফি বাবদ ৩ নং ৯ম পদের জন্য ১১২ এবং ৪ নং ক্রমিকে শূন্যে জন ৫৬.০ টাকা হাবিক ও বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিকে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সন্স অংশ পূণ সুর Submit কা হলেও প্ৰীক্ষার ফি জমা না নেয়া পর্যন্ত Online জ এম ই ত হবে না । প্রথম SMS: P অpace>Use ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে। Example: PD ABCDEF Reply: Applicant’s Name, Tk-112/56 will be charged as application foe. Your PIN is 12345678. To pay fee Type PD Space YesSpace PIN and send to 16222. দ্বিতীয়া SMS: Ysnace>Ysspace>PIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে। Example: PD YES 12345678 Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for PD Application for post XXXXXXXXX User ID is (ABCDEF) and Password (XXXXXXXX). প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://pt.teletalk.corr1.bd ওয়েবসাইট এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে। Oriline আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল লেনে পৰীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সশাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা প্রাথশিকাণে অনুশল করা বাঞ্ছনীয়।

SMS # #4 User ID এবং Password জয় এর পাণীতে ঝোল , পদের নাম, জনি, পরীক্ষার তারিখ, সময় । স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী [Mownload পূর্ণ রঙ্গিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পর্ণীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্ৰীৰ্ণ হল মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন: শুধুমাত্র টেলিটক প্রি-পেইজ মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং P wral পুনরুদ্ধার করতে পারবেন। 1. User ID জানা থাকলে PD<space>Help<space>Userspace>User ID & Send to 16222

Example: PD Help User ABCDEF & send to 16222 ii. PIN Number জানা থাকলে; PD<space>Help<space>PIN<space>PIN No & Send to 16222

Example: PD Help PIN 12345678 & send to 16222 4, Online-এ আহবান করতে কোন সমস্যা হলে ৯৫১০২৯৩/৯৫১৩৩২৭ নম্বরে যােগাযােগ করা যাবে।

থী :শা ছাই: (+) প্রার্থী কর্তৃক প্রদও কোনাে তথ্য বা দালিত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পৰীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন

উলে পর ও আমি পানি পড়া মনে এই তার বিরুদ্ধে মগ গগ গগগ গগ – sণ। এখাসা ।

দশি হলে পরীক্ষায় ৪রী যে কোনাে প্রাণীর প্রার্থিতা বাতিল করার ক্ষমা কর্তৃপক্ষ সংগ্ৰক্ষণ কল্পন। মৌখিক পরীক্ষার সময় বিপিত্র

তাজশ: এ4 পপি ও ৪ : এ সত্যটিশুশি ম স ভুল। (খ) প্রার্থীর সকল শিক্ষাগত যােগ্যতার সনদপত্র (প্রযােজ্য ক্ষেত্রে অভিজ্ঞ/কম্পিউটার প্রশিক্ষণ সনদপত্রসহ]; (গ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভার বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/স্টেরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের

। এরপর শুল।। | বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে নিয়ােগকারী পক্ষের সিল-স্বাক্ষরিত ছাত্রের সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার সময় মাযিল গুতে হবে। অন্যথায়

পরীক্ষা পক্ষ থাকার কথা ‘বন্দু জাগঞ্জ ওয়েবসাইট (www.

penaliwoom reon.bal) দয়া যাবে। ও কেও কি কি পাশ কাল কল কল এবং কী- এ