Pirojpur DC Office – Union Council Secretary- Job Circular 2020

Job Title Union Council Secretary
Employer Name
Employers Description Pirojpur is a district in South Western Bangladesh. It is a part of Barisal division. It is located besides the Boleswor river at 22 30’ 00” N 89 52’ 00” E & 22 52’-00” N 90 13’00” E and bounded by Gopalgonj, Barisal district on the north, Barguna district on the south., Jhalokati district on the east and Bagerhat on the west. 
Job Circular Date 26 August
Type of Job Full Time
Ministry or Department Local Government Division
Job Circular Last Date 20 September 2020

                                        গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

জেলা প্রশাসকের কার্যালয়, পিরােজপুর

(স্থানীয় সরকার শাখা)

 

নিয়ােগ বিজ্ঞপ্তি

 

 স্থানীয় সরকার বিভাগের, ইউপি২ শাখার গত ২৯ জুলাই ২০১০ তারিখের ৪৬.০১৭,০১১.০০০০.০০১.২০১১(অংশ১)২৮৫ নম্বর স্মারকে নিয়োগ সংক্রান্ত ছাড়পত্র এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকুরী বিধিমালা, ২০১১ (সংশােধন-২০১৬) অনুযায়ী পিরােজপুর জেলায় ইউনিয়ন পরিষদ সচিবের শুন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দাদের (পুরুষ/মহিলা) নিকট হতে নিম্নবর্ণিত শর্তে দরখাস্ত আহবান করা যাচ্ছে।  

পদের নাম ও সংখ্যাঃ

 

শর্তাবলী: 

০১। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও পিরােজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে; 

২। আগ্রহী প্রার্থীগণকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৯-১২-২০১৪ খ্রি. তারিখের ০৫.১১০.০০০০.০০.০০.০৮৯.১৪-০১ নম্বর স্মারকে জারিকৃত পরিপত্র অনুযায়ী নির্ধারিত চাকুরির আবেদন ফরম স্পষ্টাক্ষরে স্বহস্তে পূরণপূর্বক জেলা প্রশাসক, পিরোজপুর বরাবর আবেদন করতে হবে। আবেদন ফরম জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopa.gov.bd বা জেলা প্রশাসন, পিরােজপুর এর ওয়েবসাইট www.pirojpur.gov.bd থেকে পাওয়া যাবে অথবা জেলা প্রশাসকের কার্যালয়, পিরোজপুর এর স্থানীয় সরকার (এল,জি,) শাখা থেকে সংগ্রহ করা যাবে; 

৩। আবেদনপত্র আগামী ২০-০৯-২০২০ খ্রি. তারিখের মধ্যে অফিস চলাকালীন জেলা প্রশাসক, পিরােজপুর বরাবর সরকারি ডাকযােগে পৌছাতে হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, স্বাক্ষরবিহীন এবং বিলম্বে প্রাপ্ত অাবেদন বাতিল বলে গণ্য হবে; 

৪। এছাড়া প্রার্থীর অন্যান্য যােগ্যতা, আবেদনপত্রের সাথে দাখিলকৃত কাগজপত্রের বিবরণ ও অন্যান্য শর্তাবলি সম্বলিত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি জেলা প্রশাসকের কার্যালয়, পিরোজপুর এর নােটিশ বাের্ড, স্থানীয় সরকার এল.জি.) শাখা, জেলা প্রশাসনের ওয়েবসাইট ও ফেইসবুক পেইজে পাওয়া যাবে।