Pirojpur Palli Bidyut Samity- Billing Assistant- Job Circular 2021

 

Job Title  Billing Assistant
Employer Name  Pirojpur Palli Bidyut Samity
Employers Description Mannose-1-phosphate guanyltransferase beta is an enzyme that in humans is encoded by the GMPPB gene. This gene is thought to encode a GDP-mannose …
Job Circular Date 4 January 2021
Type of Job Full Time
Ministry or Department
Job Circular Last Date 20 January 2021

পিরােজপুর পল্লী বিদ্যুৎ সমিতি

(এলাকা ভিত্তিকপল্লী বিদ্যুতায়ন কার্যক্রম)

মরিচাল, হুলারহাট, পিরােজপুর

 টেলিফোন নং- ৬২৩৯৭ ও ৬২২৭৮, ফ্যাক্স নং-৬৩৪৩৩, ইমেল নং- gmppbs @yahoo.com.

 

“নিয়ােগ বিজ্ঞপ্তি”

পিরােজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-এ “কাজ নাই মজুরী নাই” ভিত্তিতে নিম্নবর্ণিত শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে সম্পূর্ণ অস্থায়ীভিত্তিতে “বিলিং সহকারী” পদে লােকবল নিয়ােগ/প্যানেল প্রস্তুতের নিমিত্ত ছকে বর্ণিত যােগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন আগ্রহী পিরােজপুর পল্লী বিদ্যুৎ সমিতি- এর ভৌগলিক এলাকার স্থায়ী বাসিন্দা মহিলা নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমেটে স্বহস্তে লিখিত দরখাস্ত আহবান করা যাচ্ছে।

 পদের নাম ও সংখ্যাঃ

শর্তাবলীঃ 

০১। আবেদনকারীগণকে পিরােজপুর পল্লী বিদ্যুৎ সমিতি’র ওয়েব সাইট (www.pbs.pirojpur.gov.bd) হতে নির্ধারিত আবেদন ফরম (ফরম নং- ১১০-০০২, ভার্সন-০১) A4 সাইজের কাগজে ডাউনলােডপূর্বক নিজ হাতে যথাযথভাবে পূরণ করে আগামী ২০/০১/২০২১খ্রিঃ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার, পিরােজপুর পল্লী বিদ্যুৎ সমিতি, মরিচাল, হুলারহাট, পিরােজপুর বরাবর ডাকযােগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পত্র প্রেরণ করতে হবে। সাদা কাগজে বা সরাসরি টাইপকৃত কোন আবেদনপত্র এবং ডাকযােগে কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরিত উল্লিখিত তারিখের পর প্রাপ্ত কোন আবেদনপত্র গ্রহণযােগ্য হবে না;

 ০২। ৩০/১২/২০২০খ্রিঃ তারিখ প্রার্থীর বয়স ১৮ হতে ৩০ বছর এর মধ্যে হতে হবে। বয়সের প্রমানক হিসেবে এসএসসি পরীক্ষা পাশের সনদ বিবেচিত হবে। তবে মুক্তিযােদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযােগ্য। বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযােগ্য নয়; 

০৩। উল্লিখিত পদে নিয়ােগ লাভে আগ্রহী প্রার্থীগণকে আবেদনের সাথে নিম্নোক্ত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবেঃ

(ক) শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি (মার্কশীট ও প্রসংশা পত্র গ্রহণযােগ্য নয়);

 (খ) জাতীয় পরিচয় পত্রের অনুলিপি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা মেয়র/সিটি কর্পোরেশনের মেয়রের নিকট হতে নাগরিকত্ব সনদ;

 (গ) সাম্প্রতিককালে তােলা ০৩ (তিন) কপি পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবি; (সকল কাগজপত্রের অনুলিপি ও পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবি প্রথম শ্রেণীর কর্মকর্তার নাম সম্বলিত সীলদ্বারা সত্যায়িত হতে হবে)

(ঘ) পিরােজপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর অনুকুলে যে কোন তফসিলি ব্যাংক হতে ১০০/- (একশত) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট অথবা ক্রসড পােষ্টাল অর্ডার আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে।

০৪। এধরনের অস্থায়ীভিত্তিতে নিয়ােগ ভবিষ্যতে কোন ক্রমেই স্থায়ী করা হবে না বা প্রার্থীর এবিষয়ে কোন দাবী ভবিষ্যতে গ্রহণযােগ্য | হবেনা। কর্তৃপক্ষের প্রয়ােজন ও চাহিদানুযায়ী যতদিন প্রয়ােজন ততদিন “কাজ নাই মজুরী নাই” ভিত্তিতে নিয়ােগ বলবৎ থাকবে।

০৫। প্রতারণামূলকভাবে স্থায়ী ঠিকানা ভুল দিলে অথবা কেউ কোন প্রকার তথ্য গােপন করে নিয়ােগপ্রাপ্ত হলে এবং পরবর্তীতে তা | প্রমানিত হলে তার বিরুদ্ধে কোন প্রকার তদন্ত ব্যতিরেকেই আবেদনকারীর প্রার্থীতা বাতিল করা হবে ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 ০৬। খামের উপর প্রার্থীর পদের নাম সুস্পষ্টভাবে লিখতে হবে।

০৭। প্রার্থীকে পিরােজপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরসহ যে কোন জোনাল অফিস/সাব জোনাল অফিসে চাকুরী করতে সম্মত থাকতে

হবে।

০৮। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। এছাড়া নিয়ােগ পরীক্ষা যে তারিখে অনুষ্ঠিত হবে তা আবেদনকারীকে ডাকযােগে প্রেরিত প্রবেশপত্র ও পূরণকৃত ফর্মে প্রদত্ত মােবাইল ফোন নাম্বারে SMS এর মাধ্যমে জানানাে হবে।

| ০৯। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতাসহ অন্যান্য সনদ পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।।

১০। অসম্পূর্ণ এবং ভুল আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে। নিয়ােগ সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

১১। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।