Prime Minister’s Office -Assistant Director and Junior Field Officer- Job Circular 2021

 

Job Title Assistant Director and Junior Field Officer
Employer Name Prime Minister’s Office
Employers Description The Prime Minister’s Office of Bangladesh is the Prime Minister’s administrative office with the responsibility of coordinating the duties and executive actions of all governmental ministry offices on various matters primarily serving and assisting the Prime Minister’s duties. It is located at Tejgaon in Dhaka city.
Job Circular Date  02 January 2021
Type of Job Full Time
Ministry or Department
Job Circular Last Date  23 January 2021



গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

নিয়ােগ বিজ্ঞপ্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনস্থ একটি অধিদপ্তরে কিছু সংখ্যক শূন্যপদ পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের (পুরুষ ও মহিলা) নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। সরকার কর্তৃক অনুমােদিত অন্যান্য ভাতাসহ জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লিখিত বেতনস্কেলে নিয়ােগ করা হবে। 


পদের নাম ও সংখ্যাঃ

শর্তাবলীঃ

বয়স (৩১/১২/২০২০ তারিখে): ক) সাধারণ প্রার্থী, মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যার পুত্র-কন্যা, এতিম, মহিলা, ক্ষুদ্র নৃ-গােষ্ঠী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যের কোটার প্রার্থীর ক্ষেত্রে বয়স ৩০ বছর (জন্ম তারিখ সর্বোচ্চ ০১/০১/১৯৯১ পর্যন্ত)। খ) মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য সবেচ্চি ৩২ বছর (জন্ম তারিখ

সর্বোচ্চ ০১/০১/১৯৮৯ পর্যন্ত)। 

২। অনলাইনে আবেদন ফরম পূরণ প্রার্থীকে টেলিটকের web address: http://enp.teletalk.com.bd এর মাধ্যমে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে Online Registration কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে। অনলাইনে আবেদন ফরম পূরণ ও অন্যান্য সাধারণ নির্দেশনাবলী উক্ত ঠিকানায় (Link) পাওয়া যাবে। 

৩। পরীক্ষার ফিঃ ক্রমিক নং-১ হতে ৩ এ উল্লিখিত পদের জন্য পরীক্ষার ফি টাকা ৭০০/- (সাতশত), ক্রমিক নং-৪ এ বর্ণিত পদের জন্য ফি টাকা ৫০০/- (পাঁচশত), ক্রমিক নং-৫ হতে ১৩ এ উল্লিখিত পদের জন্য ফি টাকা ১০০/(একশত) এবং ক্রমিক নং-১৪ হতে ১৬ এ বর্ণিত পদের জন্য ফি ‘টাকা ৫০/-(পঞ্চাশ)। 

৪। পরীক্ষার ফি প্রদান পদ্ধতিঃ Online-এ আবেদন ফরম যথাযথভাবে পূরণপূর্বক নির্দেশমতে ছবি এবং signature Upload করে প্রার্থী কর্তৃক আবেদনপত্র submission সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID সহ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy প্রার্থীকে প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করতে হবে। Applicant’s Copy-তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং এই User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk প্রি-পেইড মােবাইল নম্বরের মাধ্যমে SMS করে নির্ধারিত পরীক্ষার ফি জমা দিবেন। প্রথম SMS | Reply CNP<space>User ID লিখে send করুন 16222 নম্বরে। Example: CNP NCRPQBCR send to 16222 Applicant’s Name, TK-000 will be charged as application fee. Your PIN is (8 digit number). To pay fee, type CNP spaceyosspace PIN and send to 16222. CNP<space>yes<space>pin লিখে send করুন 16222 নম্বরে। Example: CNP YES (8 digit number) send to 16222 Congratulations! Applicant’s Name, payment completed successfully for examination fee. User ID is (xxxxxxxx) and Password (xxxxxxxx).

দ্বিতীয় SMS Reply অনলাইনে আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদানের সময়সীমা (তারিখ ও সময়):

অনলাইনে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়।T ১০/০১/২০২১ খ্রিঃ। (উল্লেখ্য যে, প্রার্থীদেরকে আবেদনপত্র দাখিলের পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে ফি T দুপুর ১২ঃ০০ ঘটিকা। জমাদান সম্পন্ন করতে হবে) আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় । ২৩/০১/২০২১ খ্রঃ (উক্ত সময়ের মধ্যে শুধুমাত্র USER ID প্রাপ্ত প্রার্থীগণই পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে। সন্ধ্যা ০৬:০০ ঘটিকা। অর্থাৎ ২৬/০১/২০২১ খ্রিঃ সন্ধ্যা ০৬০০ টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন)


৬। কর্তৃপক্ষ পদসংখ্যা হ্রাসবৃদ্ধিসহ নিয়োগ সংক্রান্ত বিষয়ে যাবতীয় ক্ষমতা সংরক্ষণ করেন।

বিঃ দ্রঃ শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে চূড়ান্তভাবে আবেদনপত্র জমাদন করতে পরামর্শ দেয়া যাচ্ছে।







Apply Online